জন আব্রাহম ও বিপাশা বসুর মধ্যে সম্পর্ক কতটা ঠিক ছিল তা সকলেরই জানা। তাঁদের মধ্যে যেন কোনও ভুলই ধরা পড়ে না। এমন কী বলিউডের পার্ফেক্ট জুটিও ছিলেন তাঁরা। তবে এমন কী হল, যাঁর জন্য সম্পর্কে ঝড় উঠল, হাঁটতে হল বিচ্ছেদের পথে।