দর্শকদের হাসিয়ে মন জয় করবেন, কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন চার্লিবিশ্বের বিখ্যাত কমেডিয়ান চার্লি চ্যাপলিনের জীবনের ছবিটা ছিল ঠিক উল্টো। মুখে হাসি নিয়ে যে মানুষটি পর্দার সামলেউপস্থিত হলেই হাসির জোয়ের ভাসত আট থেকে আশি, সেই অভিনেতাকেই গ্রাস করেছিল অবসাদ, দুঃখ, কষ্ঠ। জন্ম থেকেই জীবন যুদ্ধে জড়িয়েছিলেন তিনি। সেখান থেকেই নিয়েছিলেন সিদ্ধান্ত হার মানবেন না। মানুষকে হাসানোই হবে তাঁর ধর্ম।