আজও কি বিক্রমকেই দায়ী করা হয় সনিকার মৃত্যুর জন্য, ফিরে দেখা সেই মর্মান্তিক রাতসাল ২০১৭, ২৯ এপ্রিল। দেখতে দেখতে কেটে গেল তিন বছর। এখনও এই দিনটির কথা ভাবলে কারও কারও মনে পড়ে সনিকা চৌহানের নাম। সনিকা, সেই টেলিভিশন হোস্ট এবং মডেল যাঁর এ দিন রাসবিহারী এভেনিউয়ের লেক মলের সামনে মৃত্যু হয়। অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে গাড়িতে ছিলেন সনিকা। বিক্রম নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি গিয়ে ধাক্কা খায় ডিভাইডারে, সেখানে ছিটকে বাঁ দিকের ফুটপাতে উঠে যায় গাড়িটি। মাঝরাতের এই দুর্ঘটনায় প্রাণ হারান সনিকা। মাথায় চোঁট পেয়ে হাসপাতাল, পুলিশ এবং আদালতের চক্কর কাটেন বিক্রম।