১৪ নভেম্বর ২০১৮-তে সাত পাকে বাঁধা পড়েছিলেন বলিউডের হট জুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুর। অনবদ্য লুকে সেদিন সেজে উঠেছিল ইতালির লেক কেমো। দেখতে দেখতে কেটে গেল একটি বছর। বিবাহবার্ষিকীতে দেশে ফিরলেন দুই বলিউড তারকা। পরিবারের সঙ্গেই দিনটি সেলিব্রেট করলেন দীপবীর।