একজন অভিনেতা কিংবা অভিনেত্রী বরাবরই চান তাঁর কর্ম জীবনে এমন কিছু ছবি করতে যা তাঁকে আর পাঁচ জনের থেকে আলাদা করে তুলবে। কিন্তু বিদ্যা বালান হলেন এমন এক অভিনেত্রী, যাঁর প্রতিটি ছবিই বলে এক অন্য কথা। নয়া নয়া চরিত্রে নব নব রূপে ধরা দিয়ে আজ তিনি সকলের কাছে সেরার সেরা। জন্মদিনে রইল সেই অভিনেত্রীর একগুচ্ছ ছবি।