বাংলা সিনেমার এই তারকারা বারবার তৈরি করেছেন বিতর্ক, জানুন সে সব কাহিনিবাংলা চলচ্চিত্র জগতের সঙ্গে বিতর্কের যোগসূত্রটি চিরন্তন বন্ধনের মতো। কিছু না না কিছু করেই লাইমলাইটে আসতেই হবে এটাই যেন মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে সকলেরই। আবার বিভিন্ন প্রতিবাদের বিরুদ্ধেও গর্জে উঠে অনেকেই পেজ-থ্রির শিরোনামে। বলি ইন্ডাস্টির মতো টলিউডের মেগা তারকাও সেই চর্চার তালিকায় উঠে এসেছেন। একে অপরের সঙ্গে লড়াই করা থেকে, শারীরিক কিংবা মানসিক, এছাড়া কাস্টিং কাউচের দুর্ভাগ্যজনক দৃষ্টান্ত রয়েছে টলিউডে। এহেন বিতর্কিত কারণে শিরোনামে বেশ কয়েকজন সেলিব্রিটি রয়েছে, যাদের জন্য বারবার উঠে এসেছে বির্তক। রইল তালিকা ।