দিশার নির্মম হত্যাকাণ্ডের ভয়াবহ রাতের দশ দিনের মাথায় ফুলের বৃষ্টি সেই এলাকাতে। আত্মার শান্তি পেল মেয়ের, সিপি সজ্জনার এনকাউন্টারের পর দেশ জুড়ে ধন্য ধন্য। যদিও এই দিনে একাধিক মতবিরোধ থাকলেও, আপাতত সোশ্যাল মিডিয়ার পাতায় তিনিই সিংঘম, তিনি সিম্বা। পর্দায় পাতাভরা সংলাপ বলে ও এনকাউন্টার করে যে চরিত্রেরা হাততালি কুড়িয়েছিল, ফিরে দেখা সেই সেরা পাঁচ সজ্জনারকে।