জানি না ওশ বড় হয়ে তা বুঝবে কি না… আমাদের বাড়িতে ওশের অবারিত দ্বার: শ্রীময়ীকাঞ্চন মল্লিকের স্ত্রী শ্রীময়ী সন্তান ও পরিবার নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। তিনি তাঁর সন্তানের প্রতি আশা, কাঞ্চনের পূর্বের সন্তান ওশের প্রতি ভালবাসা এবং পারিবারিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরেছেন।