- জলখাবার থেকে ডিনার সবর্ত্র বিরাজমান ডিম
- ডিম পছন্দ করেন না সেই তালিকাটা বোধহয় অমেকটাই কম
- ডিম পুষ্টি সমৃদ্ধ একটি খাবার
- রইল চিজি চিকেন অমলেট এর সহজ রেসিপি
ডিম পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। সস্তায় পুষ্টিকর হিসেবে সকালের জলখাবার থেকে ডিনার, সব ক্ষেত্রেই ডিম পাতে জায়গা করে নিতে পারে। অমলেট, ভুজিয়া বা সেদ্ধ, যে ভাবেই রান্না করুন ডিম সহজেই উপাদেও হয়ে ওঠে নিজ গুণে। ডিম পছন্দ করেন না এমন মানুষের তালিকাটা বোধহয় খুব একটা লম্বা নয়। আজ রইল ডিমের জিভে জল আনা অসাধারণ রেসিপি চিজি চিকেন অমলেট। এই পদ আপনার চায়ের আড্ডা বেশ জমিয়ে তুলবে তা হলফ করে বলতে পারি। তবে দেখে নেওয়া যাক জিভে জল আনা ডিমের এই পদ বানাবেন কিভাবে।
চিজি চিকেন অমলেট বানাতে লাগবে-
আরও পড়ুন- পুষ্টিগুণে ভরপুর প্রোটিন সমৃদ্ধ ব্রেকফাস্ট, কয়েক মুহূর্তেই তৈরি হবে স্বাস্থ্যকর পদ
আধ কাপ কুচনো বোনলেস চিকেন
১/৪ চা চামচ বাটার
৪টে ডিম
১ টেবল চামচ মোজারেলা চিজ
১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
১ চা চামচ ড্রাই অরিগ্যানো
২ কোয়া রসুন কুঁচি
১ টা বড় পেঁয়াজ কুঁচি
২টো কাঁচা লঙ্কা কুঁচি
সামান্য ধনেপাতা কুঁচি
সামান্য তেল
লবন স্বাদ মতো
যে ভাবে বানাবেন-
আরও পড়ুন- আর একঘেয়ে চিকেন রেজালা নয়, এবারে ট্রাই করে দেখুন লোভনীয় পনির রেজালা
১) সামান্য লবন দিয়ে চিকেন সিদ্ধ করে নিন।
২) এরপর ননস্টিক প্যানে বাটার দিয়ে পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে কম আঁচে ১-২ মিনিট ভেজে নিন।
৩) এরপর এতে সেদ্ধ চিকেন, কাঁচা লঙ্কা কুঁচি, গোল মরিচ গুঁড়ো, অরিগ্যানো, ধনেপাতা কুঁচি ও লবন দিয়ে দিন।
৪) মাঝারি আঁচে নেড়েচেড়ে গ্যাস বন্ধ করে দিন।
৫) এর মধ্যে মোজারেলা চিজ দিয়ে দিন। চিজ দিলেই তা গলে যাবে।
৬) এবার অন্য একটি পাত্রে ডিম, গোল মরিচ, অরিগ্যানো, ধনেপাতা কুঁচি ও লবন দিয়ে ফেটিয়ে নিন।
৭) প্যান তেল গরম করে ডিমের মিশ্রণ অর্ধেক ছড়িয়ে দিয়ে আঁচ কমিয়ে দিন।
৮) ঢাকা দিয়ে ২-৩ মিনিট রাখুন। ঢাকা তুলে দেখে নিন ওমলেট প্যান থেকে ছেড়ে আসছে কিনা।
৯) এর উপর থেকে চিকেনের মিশ্রণ অর্ধেক ছড়িয়ে দিয়ে ওমলেট ভাঁজ করে নিয়ে ১ মিনিট পর নামিয়ে নিন।
১০) বাকি মিশ্রণ দিয়ে এ ভাবেই দ্বিতীয় ওমলেট বানিয়ে নিন।
১১) আপনার বানানো টেস্টি চিজি চিকেন অমলেট তৈরি, সাজিয়ে নিয়ে পরিবেশন করুন।
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 16, 2021, 4:04 PM IST