সংক্ষিপ্ত
- জমে উঠেছে এফ এ কাপের লড়াই
- সেমি-ফাইনালে মুখোমুখি হেভিওয়েটরা
- আরও একবার সিটির মুখোমুখি গানার্সরা
- রেড ডেভিলসরা নামবে ব্লুজ-দের বিরুদ্ধে
জমে উঠেছে ইংলিশ ফুটবল। লিগ থেকে শুরু করে এফ এ কাপ সব জায়গায় চলছে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বীতা। এরমধ্যেই লিগ জয় নিশ্চিত করে ফেলেছে লিভারপুল। দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটিও নিজের অবস্থান পাকা করে ফেলেছে। ফলে সেখানে এখন লড়াই চলছে ইউরোপা লিগের এবং চ্যাম্পিয়ন্স লিগের বাকি দুটি জায়গা দখল করা নিয়ে। বেশ কয়েকটি দল সেই দৌড়ে রয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জনের দৌড়ে চেলসি এবং লেস্টার সিটি-র সাথে সাথে রয়েছে ওলে গানার সলসায়ারের ম্যানচেস্টার ইউনাইটেড এবং নুনো গোমেসের উলভ্যাম্পটন ওয়ান্ডারার্স। উক্ত দলগুলির মধ্যে ইউরোপা লিগ নিয়েও বেশ কঠিন লড়াই চলছে এবং সেই লড়াইয়ে সামিল আছে টট্যেনহ্যাম হটস্পার্স এবং শেফিল্ড ইউনাইটেডের মতো দলগুলি।
আরও পড়ুনঃবেতন না পেয়ে সমস্যায় ঘরোয়া ক্রিকেটাররা,বিপূল আর্থিক ক্ষতির মধ্যেও সমস্যা সমাধানে তৎপর সৌরভ
আরও পড়ুনঃ'রণদেব বসু ও অরুণ লাল হাত মিলিয়ে আমাকে দল থেকে বাদ দিয়ছে',বোমা ফাটালেন দিন্দা
কিন্তু যেহেতু ওই লিগের বিজয়ী নির্বাচিত হয়ে গিয়েছে তাই এখন সকলের আগ্রহ মূলত এফ এ কাপ কে ঘিরে। সেই খানে কোয়ার্টার ফাইনালের বাঁধা পেরিয়ে সেমিতে পৌঁছেছে চার হেভিওয়েট দল। তারা হল ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, চেলসি। এদের মধ্যে ম্যান ইউ পরশুই নরউইচ-কে অতিরিক্ত সময়ের গোলে হারিয়ে পৌঁছে গিয়েছিল সেমিতে। আজ প্রথম খেলায় শেফিল্ড কে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে আর্সেনাল। পরে রাতের খেলায় রস বার্কলের একমাত্র গোলে কঠিন প্রতিপক্ষ লেস্টার সিটিকে হারিয়ে চেলসি সেমিতে পৌঁছয়। নিউকাসেলকে হারিয়ে এগোতে অসুবিধা হয়নি ম্যান সিটির। ১৮ জুলাই সিটি মুখোমুখি হবে আর্সেনালের। শেষ সাক্ষাতে ৩ গোলে গানার্সদের হারিয়েছিল সিটি। অপর সেমিতে ম্যান ইউ নামবে চেলসির বিরুদ্ধে। চলতি মরশুমে দুই দলের তিন সাক্ষাতের তিন বারই জিতেছে রেড ডেভিলসরা।
আরও পড়ুনঃওয়ার্নারের কন্ঠে শুনুন 'বড় লোকের বেটি লো',যা শুনে হেসে লুটোপুটি খাবেন আপনিও