ডালগোনা কফি থেকে করোনা মিষ্টি, ২০২০-তে ভাইরাল হওয়া খাবারের হদিস
শুক্রবার, বিশ্ব খাদ্য দিবস, যা এক কথায় বলতে গেলে একাধিক খাদ্য রসিকের প্রাণের দিবস। মন খুলে খেতে ও খাওয়াতে ভালো বাসেন যাঁরা, তাঁরা নিত্য দিন কিছু না কিছু খাবারের সন্ধান করেই থাকেন। আর এই ২০২০-তে যে যে খাবর ভাইরাল হয়ে উঠল নেট পাড়ায়, এবার এক নজরে দেখে নেওয়া যাক তার তালিকা...
- FB
- TW
- Linkdin
লকডাউনে সাধারণ মানুষ থেকে শুরু করে সেলেব মহল, এক কথায় সকলেই সোশ্যাল মিডিয়ায় খানিক বেশিই সক্রিয় হয়ে উঠেছেন। তাই যে কোনও বিষয়ই দ্রুত হয়ে উঠছিল ভাইরাল।
ডালগোনা কফি-আর খাবারের তালিকাতে যে পদ সব থেকে বেশি ভাউরাল হয়ে উঠেছিল তা হল ডাল গোনা কফি। সকলেই কম বেশি বাড়িতে বানিয়ে ফেলেছেন এতদিনে এই কফি।
করোনা মিষ্টি- করোনার কথা মাথায় রেখেই ভাইরাল হয়ে উঠেছিল করোনা মিষ্টি। করোনা ঠিক কীভাবে সাধারণের পাতে উঠে এসেছিল, তা দেখেছিল কলকাতাবাসী।
ম্যাগি অমলেট- বাইরের খাবার এক প্রকার ছিল লকডাউনে বন্ধ। এই সময় হাতের কাছে থাকা বাড়িতে তৈরি রান্নাই যেন একমাত্র ভরসা। এমনই সময় ভাইরাল হয়ে ওঠে ম্যাগি অমলেট।
ব্যানানা ব্রেড- কলা দিয়ে বানানো ব্রেডই ছিল সাধারণ মানুষের পছন্দের তালিকাতে। তাই ব্রেডও নাম লেখানো এই তালিকাতে।
বিরিয়ানি- বিরিয়ানি হিট লিস্টে ছিল লকডাউনে। বাড়িতেই একাধিক মানুষ বিরিয়ানি বানানো শিখে গিয়েছিল এই লকডাউনের সময়ই।
হোমমেড রেনবো আইস্ক্রিম- বিরিয়ানির মতই আইস্ক্রিমই ছিল সাধারণের নিত্য সঙ্গী। নানা সময় নানা পদ দিয়ে তৈরি আস্ক্রিম নেট দুনিয়ায় হয়ে উঠেছিল ভাইরাল।
শেষপাতে বার্গার- বার্গারের মধ্যে আইস্ক্রিম। শুনতে অবাক লাগলেও, নেট দুনিয়ায় এই পদই ঘুড়ে বেড়িয়েছে গোটা ২০২০ ধরে।