সংক্ষিপ্ত
করোনা অন্তঃসত্ত্বা (Pregnant) মহিলাদের ওপর খারাপ প্রভাব ফেলে, এমন ধারণাও প্রচলিত। সম্প্রতি, এই প্রসঙ্গে জানা গেল এক নতুন তথ্য।
গত দু বছর ধরে করোনার (Corona) সঙ্গে লড়াই করে চলে বিশ্ববাসী। করোনার টিকা (Vaccine) আবিষ্কার হলেও এই মারণ ভাইরাস থেকে পুরোপুরি মুক্তি মেলেনি। এখনও বহু মানুষ প্রতিদিন করোনায় আক্রান্ত হচ্ছেন। এমনকী, এই রোগ (Disease) প্রতি নিয়ত প্রাণ কাড়ছে কারও না কারও। তেমনই, করোনা রোগ জয়ও করছেন শয় শয় মানুষ। তবে, এই রোগ একবার শরীরে বাসা বাঁধা মানে, তা নানা রকম ক্ষতি করবে, এই কথা সকলেই বিশ্বাস করেন। বিশেষ করে, করোনা অন্তঃসত্ত্বা (Pregnant) মহিলাদের ওপর খারাপ প্রভাব ফেলে, এমন ধারণাও প্রচলিত। সম্প্রতি, এই প্রসঙ্গে জানা গেল এক নতুন তথ্য।
ওপেন অ্যাক্সেস জার্নাল পিএলওএস (PLOS) মেডিসিনে প্রকাশিত হয়েছে, অন্তঃসত্ত্বা মহিলাদের করোনা সংক্রান্ত তথ্য। গবেষণায় (Research) জানা গিয়েছে, কোভিড আক্রান্ত মহিলাদের বাচ্চা প্রসবের সময় নানা রকম সমস্যা দেখা দিচ্ছে। তবে, গর্ভপাত, মৃত বাচ্চার জন্ম, গর্ভকালীন ডায়াবেটি, প্ল্যাসেন্টা প্রিভিয়া, প্ল্যাসেন্টাল অ্যাব্রাপেশন ও রক্ত জমাট বাঁধার মতো সমস্যার হার তেমন বাড়েনি। এমনই দাবি সিলভি এপেলবোইন (Sylvie Epelboin) এবং ইউনিভার্সিটি ডি প্যারিসের (University de Paris) দলের।
তবে, তাদের মতে গর্ভাবস্থায় (Pregnancy) করোনা হলে, প্রসবকালের জটিলতাগুলো সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন। জানা গিয়েছে, গর্ভাবস্থায় করোনা হলে রোগ প্রতিরোধ (Immunity Power) ক্ষমতার পরিবর্তন হয়। উপসর্গহীন ও গুরুতর রোগে আক্রান্ত হতে পারেন মায়েরা। এদিকে আবার অধিকাংশ ডাক্তারেরই দাবি গর্ভাবস্থায় মহিলাদের করোনার ঝুঁকি বেড়ে যায় ও মারা যাওয়ার প্রবণতাও বাড়ছে। এমনকী, এক গবেষণায় দেখা গিয়েছে ডেল্টা কোভিড মৃত সন্তান প্রসবের ঝুঁকি প্রায় দ্বিগুণ করে দেয়। ফলে, সবার আগে প্রয়োজন সতর্কতা।
আরও পড়ুন: Health Tips: এই কয়টি খাবার থেকে বাড়ছে ক্যান্সারে ঝুঁকি, জেনে নিন কী কী খাওয়া ক্ষতিকর
এদিকে একাংশের ডাক্তাররা দাবি, অন্তঃসত্ত্বা অবস্থায় শরীর জীবাণু সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকে। জানা গিয়েছে, অন্তঃসত্ত্বা (Pregnant) অবস্থায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তবে, এই সময় শরীরে সাইটোকাইন এবং ইন্টারলিউকিনের মতো দ্রব্য বেশি থাকে। বাইরে কোনও জীবাণু সংক্রমণ হলে তা শরীরকে লড়তে সাহায্য করে। ফলে, একদিকে যেমন হবু মায়ের শরীর কিছুটা দূর্বল থাকে ঠিকই। তবে, জীবাণুর (Virus) সঙ্গে লড়তে সাহায্য করে সাইটোকাইন এবং ইন্টারলিউকিনের মতো উপাদান। তবে, তা সত্ত্বেও অনেক মহিলা করোনা আক্রান্ত হচ্ছেন।
সে যাই হোক, বর্তমানে করোনার (Corona) প্রকোপ কমেছে ঠিকই। কিন্তু, মনে রাখতে হবে কোভিড ১৯ (Covid 19) জীবাণু ধ্বংস হয়নি। তাই সতর্ক থাকা সবার আগে দরকার। এই সময় হবু মায়েরা যতটা পারবেন সাবধানে থাকুন। আর শরীরে কোনও রকম পরিবর্তন লক্ষ করলে ডাক্তারি পরামর্শ নিন।