সংক্ষিপ্ত
স্ট্রোক (Brain Stroke) হলে মানুষের শরীরে নানা রকম পরিবর্তন দেখা দেয়। এই রোগে কখন কে আক্রান্ত হবেন তা বোঝা মুশকিল। তাই শরীরের কয়েকটি পরিবর্তন দেখা দিলে সতর্ক (alert) হন। সেগুলো খেয়াল রাখুন।
প্রতিদিন ব্রেন স্ট্রোকে (Stroke) মারা যাচ্ছেন একাধিক মানুষ। ক্রমে বাড়ছে এই রোগের সংক্রমণ। মস্তিষ্কে (Brain) রক্তনালী বন্ধ হয়ে গেলে বা ফেটে গেলে ব্রেন স্ট্রোক বা ব্রেন অ্যাটাক হয়। প্রতি মুহূর্তে রক্তের মাধ্যমে অক্সিজেন (Oxygen) সরবরাহ হয় মস্তিষ্কে। ব্রেনে অক্সিজেন কম পৌঁছালে ব্রেন অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। অক্সিজেনের অভাবে মস্তিষ্কের ধমনীতে বাধা সৃষ্টি হলে ধমনী ফেটে যেতে পারে। অক্সিজেন সরবরাহ কম হলে ব্রেন স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায়। এই অক্সিজেন সরবরাহ কম হলে বা চিকিৎসা না করলে ব্রেন স্ট্রোকে (Brain Stroke) আক্রান্ত হয়ে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। স্ট্রোক (Brain Stroke) হলে মানুষের শরীরে নানা রকম পরিবর্তন দেখা দেয়। এই রোগে কখন কে আক্রান্ত হবেন তা বোঝা মুশকিল। তাই শরীরের কয়েকটি পরিবর্তন দেখা দিলে সতর্ক হন। সেগুলো খেয়াল রাখুন।
• ব্রেন স্ট্রোক হলে রোগীরে মুখের (Face) একাংশ বেঁকে যায়। যদি হাসতে গেলে দেখেন মুখের একপাশ সঠিক ভাবে নড়ছে না। তাহলে বুঝবেন ব্রেন স্ট্রোক হতে পারে। এমন জিনিস লক্ষ করলে ফেলে রাখবেন না। তৎক্ষণাত ডাক্তারি পরামর্শ নিন।
• স্ট্রোকে আক্রান্ত হলে হাত (Hand) ওপরের দিকে তুলতে পারে না। হাত অসাড় হয়ে যায়। যদি খেয়াল করেন হাত ওপরের দিকে তুলতে পারছেন না। তাহলে ডাক্তারি পরামর্শ নিন। ফেলে রাখবেন না।
• কথা জড়িয়ে যাওয়ার সমস্যা সবার আগে দেখা দেয় ব্রেন স্ট্রোক হলে। কথা বলতে গেলে যদি জড়িয়ে যায়, তাহলে সতর্ক হন। কথায় (Speech) অস্পষ্টতা বা বিকৃত হয়ে যায় স্ট্রোকের লক্ষণ। এমনকি ব্রেন স্ট্রোক হলে অনেক রোগী কথা বলার ক্ষমতা হারায়।
আরও পড়ুন: Health Tips: শিশুদের মধ্যে বাড়ছে ডায়াবেটিস রোগ, জেনে নিন কীভাবে রক্ষা করবেন বাচ্চাকে
• ব্রেন স্ট্রোক হলে শরীরে অদ্ভুত পরিবর্তন হবে। এক সঙ্গে একাধিক কাজ করতে পারেন না রোগীরা। যেমন, অনেকে কথা বলার সময় হাত নাড়তে পারেন না। হাঁটতে সমস্যা হবে। শরীর দূর্বল (Weak) লাগা, ক্লান্ত লাগা- এমন লক্ষণ ব্রেন স্ট্রোক হলে হয়।
আরও পড়ুন: Health Tips: নিত্যদিন জ্বর-সর্দি-কাশি লেগেই আছে, শীতের মরশুমে সুস্থ থাকতে মেনে চলুন এই কয়টি জিনিস
• বমি বমি ভাব, মাথা ঘোরা, অসাড়তা ব্রেন স্ট্রোকের লক্ষণ। এমনকী যদি সারাক্ষণ দেখেন আপনার মাথা যন্ত্রণা হচ্ছে। তাহলে ফেলে রাখবেন না। তৎক্ষণাৎ ডাক্তার দেখান। ব্রেন স্ট্রোক কিন্তু রোগী মৃত্যুর (Death) কারণ হতে পারে। তাই আগে থেকে সতর্ক হওয়া প্রয়োজন। সঠিক সময় চিকিৎসা হলে সব রকম রোগ থেকে মুক্তি সম্ভব।