সংক্ষিপ্ত
- ভর সন্ধেবেলায় গুলি চলল হাওড়ার শিবপুরে
- বাইকে করে যাওয়ার পথে খুন যুবক
- হামলায় গুরুতর জখম তাঁর সঙ্গীও
- ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল হাওড়ার শিবপুরে
বিশ্বনাথ দাস, হাওড়া: ভর সন্ধেবেলা রাস্তায় এক যুবককে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। গুরুতর জখম তাঁর সঙ্গীও। তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাস্থল, হাওড়ার শিবপুরের রামকৃষ্ণপুর লেন। খুনের কারণ এখনও স্পষ্ট নয়। তদন্তে নেমেছে পুলিশ।
আরও পড়ুন: বোমা বানাতে গিয়ে ঘটল বিপত্তি, দাঁতনে বিস্ফোরণে গুরুতর জখম তিন যুবক
জানা গিয়েছে, মৃতের নাম সাহিল আহমেদ। বাড়ি, শিবপুরে থানা এলাকার পিএম বস্তিতে। ,সোমবার রাত ন'টা নাগাদ এক বন্ধুর সঙ্গে বাইকে চেপে রামকৃষ্ণপুর লেন দিয়ে যাচ্ছিলেন সাহিল। তখন আচমকা তাঁর উপর হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কিছু বুঝে ওঠার আগেই পয়েন্ট ব্যাঙ্ক রেঞ্জ থেকে ওই যুবককে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে হামলাকারীরা! গুলি লাগে মাথা-সহ শরীরের ভিন্ন অংশে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন সাহিল। গুরুতর জখম হন তাঁর বন্ধুও। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ এসে যখন আক্রান্ত দুই যুবককে যখন হাসপাতালে নিয়ে যায়, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। হাসপাতালে ,সাহিল আহমেদকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তাঁর বন্ধু চিকিৎসা চলছে।
আরও পড়ুন: ভোজ্য তেলের কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, বরাতজোরে রক্ষা পেলেন শ্রমিকরা
কেন খুন হলেন সাহিল আহমেদ? কারাইবা গুলি চালালো? তা এখনও স্পষ্ট নয়। তদন্তে নেমেছে শিবপুর থানার পুলিশ। ঘটনার নেপথ্যে রাজনৈতিক রেষারেষি নাকি ব্যাক্তিগত শক্রুতা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অভিযুক্তদের চিহ্নিত করে দেখা হচ্ছে রাস্তার সিসিটিভি ফুটেজও।