সংক্ষিপ্ত
- ২৪ দিনের মধ্যে প্রায় ৩,০১,৮১৮ তীর্থযাত্রীর সমাগম ঘটেছে অমরনাথ যাত্রাপথে
- এর আগে ২০১৫ সালে রেকর্ড সংখ্যক যাত্রীর সমাগম হয়েছিল অমরনাথ যাত্রায়
- ৫৯ দিনের দীর্ঘ যাত্রাপথে হাজির ছিল রেকর্ড সংখ্যক তীর্থযাত্রী
- ২,৪১৬ জনের আর একটি দল বৃহস্পতিবার ওনা দিয়েছে অমরনাথের পথে
ভেঙে গেল চার বছর আগের রেকর্ড। গত ২৪ দিনে প্রায় তিন লক্ষেরও বেশি তীর্থযাত্রী রওনা দিয়েছেন অমরনাথের পথে। সরকারি সূত্র বলছে, গত ২৪ দিনের মধ্যে প্রায় ৩,০১,৮১৮ তীর্থযাত্রীর সমাগম ঘটেছে অমরনাথ যাত্রাপথে।
সরকারি সূত্রের তরফে আরও দাবি করা হয়েছে যে, এর আগে ২০১৫ সালে রেকর্ড সংখ্যক যাত্রীর সমাগম হয়েছিল অমরনাথ যাত্রায়। জানা গিয়েছে, সেবার ৫৯ দিনের দীর্ঘ যাত্রাপথে হাজির ছিল রেকর্ড সংখ্যক তীর্থযাত্রী। পুলিশ সূত্রে খবর, ২,৪১৬ জনের আর একটি দল বৃহস্পতিবার ভহবতী নগর যাত্রী নিবাস ছেড়ে রওনা দিয়েছে অমরনাথের পথে।
বাংলাদেশে প্রতি তিন মিনিটে একজন আক্রান্ত ডেঙ্গুতে, একদিনেই হাসপাতালে ভর্তি হল ৫৬১ জন
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হল ১০৮, চলছে উদ্ধারকার্য
১২ মিনিটে চারবার কেঁপে উঠল মাটি, দেওয়াল চাপা পড়ে মৃত ১
এইসব তীর্থযাত্রীদের মধ্যে ৮৯৩ জন যাবেন বালতল বেস ক্যাম্পে এবং ১৫২৩ জন যাত্রা করবেন পহেলগাঁও বেস ক্যাম্পের উদ্দেশ্যে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,৮৮৮ মিটার উচ্চতায় হিমালয়ের কোলে ভগবান শিব-এর বরফের তৈরি শিবলিঙ্গ দর্শনের জন্য প্রতি বছর অসংখ্য পূর্ণার্থীর আগমন হয়।
তবে এই বছর অমরনাথ যাত্রায় এখনও পর্যন্ত মারা গিয়েছেন প্রায় ২৬ জন। পাশাপাশি প্রাণ হারিয়েছেন দু-জন স্বেচ্ছাসেবক এবং দুজন নিরাপত্তারক্ষীও। অমরনাথ যাত্রা শুরু হয়েছিল ১৭ জুলাই তারিখে এবং শেষ হবে ১৫ অগস্ট শ্রাবণ পূর্ণিমার তিথিতে।