সংক্ষিপ্ত

অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতির জেরে বিপর্যস্ত রেল।ক্রমশ পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে।  ভয়াবহ বন্যা পরিস্থিতির জেরে কলকাতা-আগরতলা রেল যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।  অগ্নিমূল্য বিমানভাড়া।

অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতির জেরে বিপর্যস্ত রেল। অগ্নিমূল্য বিমানভাড়া। ক্রমশ পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে।  ভয়াবহ বন্যা পরিস্থিতির জেরে কলকাতা-আগরতলা রেল যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বিপদসীমার উপর দিয়ে বইছে খরস্রোতা নদী। তাই সবদিক মিলিয়ে এইমুহূর্তে পড়ে আছে বিমান পরিবহণ পরিষেবা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে  অগ্নিমূল্য বিমানভাড়া অসমে। কলকাত-আগরতলা, আগরতলা-কলকাতা, কলকাতা-গুয়াহাটি, গুয়াহাটি-কলকাতা, আগরতলা-গুয়াহাটি বিমানে ভাড়া বাড়ল অনেকটাই।

কলকাতা থেকে আগরতলা

সকাল ৯ টা ৪০ মিনিটের ইন্ডিগোর ভাড়া ৮৩৩৭ টাকা। ইন্ডিগোর ভাড়া ৯২৩৭ টাকা। সকাল ১১ টার ইন্ডিগোর ভাড়া ৯২৩৭ টাকা। একই সংস্থার বিকেল তিনটের ভাড়া ৭৩৩৭ টাকা, বিকেল ৪ টে ১০ এর ভাড়া ৬৭৩৭ টাকা। বিকেল ৫ টা ২০ মিনিটের ভাড়া ৬৭৩৭ টাকা। সন্ধ্যা ৬ টায়  ইন্ডিগোর ভাড়া  ৬৭৩৭ টাকা।

আগরতলা থেকে কলকাতা

আগরতলা থেকে কলকাতায় ফেরার ইন্ডিগোর দুপুর ১২ টা ৪০ মিনিটে ভাড়া ৮৯০৮ টাকা। বিকেল তিনটের ভাড়া  ৮৯০৮ টাকা। সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ইন্ডিগোর ভাড়া ৬২০৮ টাকা। ফ্লাই বিগ সংস্থার বিকেল ৪ টে ১০ মিনিটের ভাড়া ৭৮৯২ টাকা । সকাল ১১ টা ২৫ মিনিটের এয়ার ইন্ডিয়ার ভাড়া ১৫০৩৩ টাকা। সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটের ভাড়া ১৫০৩৩ টাকা।

আরও পড়ুন, আন্দামানে ঢুকে গেল বর্ষা, ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া-সহ প্রবল বর্ষণ বঙ্গে

আরও পড়ুন, কয়লাকাণ্ডে অভিষেককে কলকাতায় জিজ্ঞেস করুক ইডি, নির্দেশ সুপ্রিম কোর্টের

উল্লেখ্য, অসমে প্রবল বর্ষণের জেরে যার জেরে নদীর জল ফুলে ফেঁপে উঠেছে। একাধিক নদীর জল বিপদসীমার উপ দিয়ে বইছে। অসমের বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের মতে ১৪ মে পর্যন্ত ছয় জেলার ৯৪ গ্রামের ২৮ হাজার ৬৮১ জন বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে। বন্যায় ১ হাজার ৭৩২ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্থ ২৫ হাজার লোকের মধ্যে ২৪ হাজারই কাছাড় জেলার। এই জেলার নিরাপত্তা বাহিনীর লোকজন কাজ করছে।ইতিমধ্য়েই উদ্ধারকার্য শুরু করেছে এনডিআরএফ বাহিনী।  আইএমডি পক্ষ থেকে ভারী বর্ষণ নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েকদিন অসমে ভারী বৃষ্টি চলবে।

আরও পড়ুন, 'কলমে কালি না এলে, লেখা যাবে না', নাড্ডা-সাক্ষাত শেষে ফের ইঙ্গিতপূর্ণ বার্তা অর্জুনের

তবে শুধু অসমেই নয়, মেঘালয়-অরুণাচলপ্রদেশেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উল্লেখ্য বিগত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে অসম এবং প্রতিবেশী রাজ্য মেঘালয়, অরুনাচলপ্রদেশের লাগাতার বৃষ্টির জেরে কোপিলি সহ একাধিক নদীর জলস্তর বেড়ে গিয়েছে। সংবাদ সংস্থা এএনআই-র তরফে টুইট করা ছবিতে দেখা গিয়েছে, দিমা হাসাও জেলার একটি রাস্তার বেশ কিছুটা অংশ জলের তোড়ে ভেসে যাচ্ছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই জেলার ১২টি গ্রাম জলের তোড়ে ধসে গিয়েছে। ৮০টি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।