সংক্ষিপ্ত

বুধবার ডক্টর এস সোমনাথকে মহাকাশ বিভাগের সচিব ও মহাকাশ কমিশনের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। পার্সোনেল মন্ত্রক একটি আদেশ জারি করে জানিয়েছে তিন বছরের জন্য তাঁকে নিয়োগ করা হয়েছে। জনস্বার্থে চাকরি শেষ হওয়ার পরে তাঁর কাজের মেয়াদ বাড়ানো হয়েছে। আগামী তিন বছেরর  জন্য তাঁর দায়িত্বের মেয়াদ বাড়ান হল বলেও জানান হয়েছে। 

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ISRO) নতুন চেয়ারম্যান হবেন ডক্টর এস সোমানাথ (Dr. S Somanath)। তিনি দেশের প্রথমসারির মহাকাশ বিশেষজ্ঞ ও একজন রকেট বিজ্ঞানী (Rocket scientist) দীর্ঘ দিন দক্ষতার সঙ্গে কাজ করেছেন। তিনি বর্তমান ইরসোর চেয়ারম্যান কে শিভানের স্থলাভিষিক্ত হবেন। শুক্রবারই শিভান তাঁর বর্ধিত মেয়াদ শেষ করবেন। তারপর থেকে ইসরোর দায়িত্ব গ্রহণ করবেন তিনি। 

বুধবার ডক্টর এস সোমনাথকে মহাকাশ বিভাগের সচিব ও মহাকাশ কমিশনের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। পার্সোনেল মন্ত্রক একটি আদেশ জারি করে জানিয়েছে তিন বছরের জন্য তাঁকে নিয়োগ করা হয়েছে। জনস্বার্থে চাকরি শেষ হওয়ার পরে তাঁর কাজের মেয়াদ বাড়ানো হয়েছে। আগামী তিন বছেরর  জন্য তাঁর দায়িত্বের মেয়াদ বাড়ান হল বলেও জানান হয়েছে। 

এস সোমনাথ লঞ্চ ভেহিকেল ডিজাইনসহ বিভিন্ন বিষে বিশেষজ্ঞ ও লঞ্চ ভেহিকল সিস্টেম ইঞ্জিনিয়ারিং, স্ট্রাকচারাল ডিজাইন, স্ট্রাকচারাল ডাইনামিক্স, ইন্টিগ্রেশন ডিজাইন ও পদ্ধতি মেকানিজম ডিজাইনের সঙ্গে পাইরোটেকনিক্সেরও বিশেষজ্ঞ। বর্তমানে তিনি কেরলের তিরুবন্তপুরমে বিক্রম সারাভাই স্পেস সেন্টারের ডিরেক্টরের দায়িত্বে রয়েছেন। ২০১৮ সাল থেকেই এই দায়িত্বে রয়েছেন তিনি। তিনি তাঁর কর্মজীবনের প্রাথমিক পর্যায়ে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেইক্যাল (PSLV)র ইন্টিগ্রেশন দলের নেতা ছিলেন। 

এস সোমনাথ ১৯৬৩ সালের জুলাইতে জন্মগ্রহণ করেন। কেরল বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর স্নাতক তিনি। বিশ্ববিদ্য়ালয়ে তিনি দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন। বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স থেকে ইঞ্জিনিয়ারিং-এর ডিগ্রি পেয়েছেন। সেখানে তিনি স্বর্ণপদকও পান। তিনি ইসরো থেকে GSLV Mk-3র জন্য অ্যাস্ট্রোনটিক্যাল সোসাইটি অব ইন্ডিয়া পারফরম্যান্স অক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০১৪ ও টিক একেলেন্স অ্য়াওয়ার্ড -২০১৪ থেকে স্পেস গোল্ড সম্মান পেয়েছেন। 

এস সোমনাথ হাই-থ্রাস্ট সেমি ক্রায়োজেনিক ইঞ্জিন তৈরির সঙ্গে যুক্ত ছিলেন। এটি দ্রুত হার্ডওয়্যার উপলব্দি ও পরীক্ষা পদ্ধতি তৈরি করেছিল। চন্দ্রযান-২এর ল্যান্ডিং ক্রাফটের জন্য থ্রোটেবল ইঞ্জিন তৈরি করা ও GSAT9 এর বৈদ্যুতিক প্রপালশন সিস্টেমের প্রথম সফল ফ্লাইট তৈরির কৃতিত্বের দাবিদার। 

ভারতীয় মহাকাশ সংস্থা বেঙ্গালুরুতে অবস্থিত। এটি সরাসরি প্রধানমন্ত্রীর তত্বাবধানে কাজ করে। মহাকাশ গবেষণার প্রয়োজনীয়তার জন্য বিজ্ঞানী বিক্রম সারাভাইরের অনুরোধে ১৯৬২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু পরমাণু শক্তি বিভাগের অধীনে ইন্ডিয়ান ন্যাাশানাল কমিটি ফর স্পেশ রিসার্চ প্রতিষ্টা করেন। পরবর্তীকালে এটিকে আলাদা করে ইসরো তৈরি করা হয়। ইসরো ভারতের প্রথম কৃত্রিপ উপগ্রহ আর্যভট্ট তৈরি করেছিল। যা উৎক্ষেপণে সাহায্য করেছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। 

UP Election 2022: দল বদলের পরই গ্রেফতারি পরোয়ানা, যোগী সরকার অস্বস্তি বাড়াল প্রসাদ মৌর্যর

COVID Losses Ability: সংক্রমিত করা শক্তি ৯০ শতাংশ হারিয়েছে করোনাভাইরা, প্রথম ৫ মিনিট ক্ষতিকারক

Budget Session: করোনার উদ্বেগ বাড়াচ্ছে বাজেট অধিবেশনে, সংসদের অধিবেশনে সময় ভাগাভাগি