সংক্ষিপ্ত
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পুরুষ-মহিলার আলাপ হওয়া নতুন কিছু নয়। সোশ্যাল মিডিয়া থেকে শুরু হওয়া সম্পর্ক বিয়েতেও গড়িয়েছে। কিন্তু পাঞ্জাবের মোগায় যে ঘটনা দেখা গেল, এরকম কাণ্ড এর আগে শোনা যায়নি।
ইনস্টাগ্রামে আলাপ থেকে প্রেম। তিন বছরেরও বেশি সময় ধরে প্রেম চলে। এই সময় সংযুক্ত আরব আমিরশাহির দুবাইয়ে শ্রমিকের কাজ করছিলেন পাঞ্জাবের জলন্ধরের যুবক দীপক কুমার। তাঁর সঙ্গে ইনস্টাগ্রামের মাধ্যমে প্রেম চালিয়ে যাওয়া যুবতীর কোনওদিন দেখা হয়নি। তাঁর পরিবারের কারও সঙ্গে কোনওদিন দীপক বা তাঁর পরিবারের কারও কোনওদিন সরাসরি কথা হয়নি। কিন্তু তা সত্ত্বেও শুধু প্রেমিকার মুখের কথায় বিশ্বাস করে বিয়ের প্রস্তাবে সাড়া দেন দীপক। তাঁর প্রেমিকা নিজের পরিচয় দেন মনপ্রীত কউর নামে। তিনি জানান, তাঁর বাড়ি পাঞ্জাবের মোগায়। সেখানে 'রোজ গার্ডেন প্যালেস' নামে এক বাড়িতে বিয়ে হবে বলে জানান মনপ্রীত। তিনি জানান, বিয়ে করার মতো টাকা নেই। সেই সমস্যা সমাধানেও এগিয়ে আসেন দীপক। তিনি মনপ্রীতকে ৫০-৬০ হাজার টাকা দেন। এরপর শুক্রবার বিয়ের দিন ১৫০ জন বরযাত্রীকে নিয়ে নির্দিষ্ট জায়গায় পৌঁছে যান দীপক। তাঁরা হতবাক হয়ে দেখেন, মোগায় 'রোজ গার্ডেন প্যালেস' নামে কোনও বাড়িই নেই। মনপ্রীতেরও দেখা পাননি দীপক। তিনি এখন বুঝতে পারছেন, প্রতারণার শিকার হয়েছেন।
সামনাসামনি দেখা না হয়েই বিয়েতে রাজি!
দীপক জানিয়েছেন, তিনি বিয়ে করার জন্য এক মাস আগে দেশে ফিরেছেন। শুক্রবার তিনি বরের বেশে বিয়ে করতে যান। নির্দিষ্ট জায়গায় পৌঁছে কাউকে দেখতে না পেয়ে তিনি মনপ্রীতকে ফোন করেন। তখন এই যুবতী বলেন, তাঁর পরিবারের লোকজন দীপকদের নিতে আসছেন। এরপরেই তাঁর মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। সন্ধে ৬টা পর্যন্ত অপেক্ষা করার পর থানায় অভিযোগ দায়ের করেন দীপক ও তাঁর বাবা প্রেম চাঁদ।
প্রতারণার অভিযোগ দীপকের
দীপক জানিয়েছেন, প্রথমে ঠিক হয়েছিল, ২ ডিসেম্বর তাঁদের বিয়ে হবে। কিন্তু এরপর ঠিক হয়, ৬ ডিসেম্বর বিয়ে হবে। তাঁরা বিয়ের জন্য টাকা ধার করেছিলেন বলেও জানিয়েছেন দীপক। তিনি প্রতারিত হয়ে মুষড়ে পড়েছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
টাকা গুণতে মেশিন! লটারি প্রতারণা মামলায় খাস কলকাতায় বড় সাফল্যের মুখ দেখল ইডি
৪ কোটির প্রতারণা একাধিক দোকানে, ইউপিআই ব্যবহার করতে গিয়ে জালিয়াতির শিকার, গ্রেফতার ১২