সংক্ষিপ্ত
পুরুষ ও মহিলা, উভয়ের জন্যই বিয়ের নিয়ম স্মরণ করিয়ে দিয়েছে অসম সরকার। নিয়ম লঙ্ঘন করলে হারাতে হবে চাকরি।
রাজ্য সরকারের অনুমোদন না মিললে কোনও মতেই করা যাবে না দ্বিতীয় বিবাহ, রাজ্য সরকারি কর্মীদের আইন স্মরণ করিয়ে দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ২০ অক্টোবর এই নির্দেশ দিয়েছেন অসম সরকারের মুখ্য সচিব নীরজ ভার্মা। ব্যক্তিগত আইনের অধীনে (Personal Law) বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া সত্ত্বেও সরকারি কর্মচারীরা তার অনুমোদন ছাড়া দ্বিতীয় বিয়ে করতে পারবেন না রাজ্য সরকারি কর্মীরা।
আসাম সিভিল সার্ভিসেস (কন্ডাক্ট) রুলস ১৯৬৫-এর বিধি ২৬-এর বিধান অনুসারে, (১) যে কোনও সরকারি কর্মচারী যাঁর স্ত্রী বর্তমান রয়েছেন, তিনি সরকারের অনুমতি না নিয়ে আরেকটি বিয়ে করতে পারবেন না, দ্বিতীয় বিবাহ তার জন্য প্রযোজ্য ব্যক্তিগত আইনের অধীনে অনুমোদিত থাকা সত্ত্বেও। (২) কোনও মহিলা সরকারি কর্মচারী এমন কোনও ব্যক্তিকে বিয়ে করবেন না, যে ব্যক্তির স্ত্রী বর্তমান রয়েছেন এবং যিনি দ্বিতীয় বিয়ে করার জন্য সরকারের কাছ থেকে অনুমতি নেননি।
বহু বিবাহ প্রতিরোধ করার জন্যই কেন্দ্র এবং রাজ্য সরকার কর্তৃক সৃষ্টি আইনের কোথা স্মরণ করিয়ে দিয়েছে অসম সরকার। কর্মচারীদের সতর্ক করা হয়েছে যে, এই নিয়ম লঙ্ঘন করলে বাধ্যতামূলক অবসর সহ বড় জরিমানা আরোপ করা হবে। এই সমস্ত সরকারি কর্মচারীদের বিরুদ্ধে আসাম সিভিল সার্ভিসেস (কন্ডাক্ট) বিধিমালা ১৯৬৫-এর বিধি ২৬ লঙ্ঘন এবং সমাজের উপর বড় প্রভাব থাকা একজন সরকারী কর্মচারীর দ্বারা অসদাচরণ করা হয়েছে বলে গণ্য করা হবে।
আরও খবর পেতে চোখ রাখুন আমাদের হোয়াটস অ্যাপ চ্যানেলে: https://whatsapp.com/channel/0029Va9a73wK0IBjbT91jj2D