৪৩ বছর পর কুয়েতে প্রধানমন্ত্রী মোদীর ঐতিহাসিক সফর, কতটা লাভ পাবে ভারত?প্রধানমন্ত্রী মোদীর দুই দিনের উপসাগরীয় দেশ সফর আজ থেকে শুরু। ৪৩ বছর পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রী কুয়েত সফর করছেন। প্রতিরक्षा, বাণিজ্য সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।