Balochistan: পাকিস্তানের (Pakistan) অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে স্বাধীনতার দাবিতে চূড়ান্ত আন্দোলন চালাচ্ছে বালোচিস্তানের বিভিন্ন সংগঠন। স্বাধীনতা ঘোষণাও করা হয়েছে। তবে এখনও বালোচিস্তানের মানুষের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে পাক সেনা।
Mir Yar Baloch on Balochistan Freedom Movement: সম্প্রতি বালোচিস্তানের (Balochistan) স্বাধীনতা আন্দোলন তুঙ্গে ওঠার পর দুই আন্দোলনকারীর নাম নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে। একজন মানবাধিকার আন্দোলনকারী মাহরাং বালোচ (Mahrang Baloch), অপরজন লেখক, সাংবাদিক, মানবাধিকার কর্মী, বালোচিস্তানের স্বাধীনতা আন্দোলনের প্রতিনিধি মীর ইয়ার বালোচ (Mir Yar Baloch)। এই দুই ব্যক্তিত্বের কণ্ঠরোধ করার জন্য মরিয়া হয়ে উঠেছে পাকিস্তান সরকার ও সেনাবাহিনী। কিন্তু সব হুঁশিয়ারি, বাধা, অত্যাচার উপেক্ষা করেই বালোচিস্তানের স্বাধীনতা, সেখানকার মানুষের মানবাধিকারের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন মাহরাং ও মীর। এরই মধ্যে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে কথা বললেন মীর। তিনি বালোচিস্তানের বর্তমান পরিস্থিতি, সেখানকার মানুষের উপর পাক সেনার অত্যাচারের কথা জানালেন। সারা বিশ্বে বালোচিস্তানের মানুষের হয়ে বার্তা দিচ্ছেন মীর।
বালোচিস্তানের বর্তমান পরিস্থিতি কী?
মীর জানালেন, 'পাকিস্তান-অধিকৃত বালোচিস্তানের বর্তমান পরিস্থিতি খুব খারাপ। প্রতিদিন পরিস্থিতির অবনতি হচ্ছে। পাকিস্তানের সামরিকবাহিনীর অত্যাচার বাড়ছে। বালোচিস্তানে প্রচুর সেনা মোতায়েন করেছে পাকিস্তান। সাধারণ মানুষকে তুলে নিয়ে গিয়ে অত্যাচার করা হচ্ছে। আমরা খবর পেয়েছি, কিছু অঞ্চলে পাক বায়ুসেনার হেলিকপ্টার থেকে বোমা ফেলা হচ্ছে। গ্রামগুলিতে অত্যাচার চালাচ্ছে পাকিস্তানের বাহিনী।'
বালোচিস্তচানের খবর বাইরে আসতে দিচ্ছে না পাকিস্তান
মীর আরও জানিয়েছেন, 'পাকিস্তানের সেনাবাহিনী ও সরকার গ্রামবাসীদের উপর অত্যাচারের খবর বাইরে আসতে দিচ্ছে না। সংবাদমাধ্যমকে আটকে দেওয়া হচ্ছে। পাকিস্তানের সংবাদমাধ্যম এ বিষয়ে কোনও খবর প্রকাশ করছে না। আন্তর্জাতিক সংবাদমাধ্যম যাতে খবর না পায়, সেই চেষ্টা করছে পাকিস্তান সরকার। আমি যে পরিস্থিতিতে আছি, তাতে সরাসরি কারও সঙ্গে যোগাযোগ করা কঠিন। তা সত্ত্বেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি সারা বিশ্বে বালোচিস্তানের বর্তমান পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছি।'
ভারতের সাহায্য চাইছেন মীর
ভারতের পক্ষ থেকে সরাসরি বা পরোক্ষে বালোচিস্তানের স্বাধীনতা আন্দোলনে সাহায্য করা হচ্ছে কি না, সে বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি মীর। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, এই আন্দোলনে ভারতের সাহায্য চাইছেন। স্বাধীন বালোচিস্তানের জন্য ভারত ও রাষ্ট্রপুঞ্জের স্বীকৃতি চেয়েছেন মীর। তিনি ইঙ্গিত দিয়েছেন, স্বাধীন বালোচিস্তান সরকার গঠন হলে, সেই সরকার ভারতের সঙ্গে সদ্ভাব বজায় রেখে চলবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


