সংক্ষিপ্ত

সাংবাদিক সম্মেলনে কিরণ কান্দোলকার স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন তৃণমূলের গোয়া ইউনিটের প্রধানের পদ থেকে তিনি এখনই পদত্যাগ করছেন না। তিনি আরও বলেন তবে প্রশান্ত কিশোর ও  আই-প্যাকের ওপর যে তিনি বিরক্ত তা স্পষ্ট করে দেন।

তৃণমূল কংগ্রেসের (TMC) সঙ্গে ভোট কুশলী প্রশান্ত কিশোরের (Prashant Kishor) সংস্থা আই-প্যাকের (I-PAC) দূরত্ব ক্রমশই বাড়ছে। যার আঁচ পড়েছে গোয়াতে (Goa)। সম্প্রতি এই গোয়া বিধানসভা নির্বাচন (Goa Election 2022)হয়েছিলে। কিন্তু তারপর থেকে নাকি প্রশান্ত কিশোরের সংস্থা আই-প্যাক তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে আর যোগাযোগ রাখছে না। তেমনই অভিযোগ করেছেন গোয়া তৃণমূল কংগ্রেসের প্রধান কিরণ কান্দোলকর। 

সোমবার সাংবাদিক সম্মেলনে কিরণ কান্দোলকার স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন তৃণমূলের গোয়া ইউনিটের প্রধানের পদ থেকে তিনি এখনই পদত্যাগ করছেন না। তিনি আরও বলেন তবে প্রশান্ত কিশোর ও  আই-প্যাকের ওপর যে তিনি বিরক্ত তা স্পষ্ট করে দেন। সেখানেই তিনি বলেছেন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের ভোটর পর থেকে আর কোনও রকম যোগাযোগ রাখছে না প্রশান্ত কিশোরের সংস্থা। তিনি আরও বলেছেন মঙ্গলবারের বৈঠকে প্রত্যেক তৃণমূল প্রার্থীকেই উপস্থিত থাকতে বলা হয়েছে। প্রত্যেক প্রার্থী নিজের নিজের কেন্দ্রের ভোটের রিপোর্ট করবে। 

সম্প্রতি প্রশান্ত কিশোর ও তাঁর সংস্থা আই-প্যাকের সঙ্গে তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে  বলে জোর জল্পনা চলছে রাজ্যজুড়ে। সেই জল্পনার আগুনই উস্ক দিল গোয়ার তৃণমূল কংগ্রেসের প্রধানের বার্তা। এই রাজ্যেও পুরসভা ভোটে প্রশান্ত কিশোরের সংস্থার বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছিলেন তৃণমূলের রাজ্যস্তরের নেতারা। সম্প্রতি প্রশান্ত কিশোরও টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায়কে আনফলো করে দিয়েছিলেন। পরে অবশ্য তিনি আরও মুখ্যমন্ত্রীকে ফলো করতে শুরু করেন। যদিও প্রশান্ত কিশোর বা মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। তবে দুটি সংগঠনের মধ্যে যে দূরত্ব যে বাড়ছে তা আর বলার অপেক্ষা রাখে না। 

গত ১৪ ফেব্রুয়ারি গোয়া বিধানসভা নির্বাচন হয়। ফল প্রকাশ আগামী ১০ মার্চ। কান্দোলকার অ্যালডোনা বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁর স্ত্রী কবিতা তৃণমূলের টিকিটে লড়াই করেন থিভিম থেকে। প্রথমে গোয়া ফরোয়ার্ড পার্টির সঙ্গে জোট করে নির্বাচনে লড়ার কথা বললেনও পরবর্তীকালে তৃণমূল মহারাষ্ট্রবাদী গোমাস্তক পার্টির সঙ্গে জোট করেই ভোটযুদ্ধে সামিল হয়। যদিও কংগ্রেস নেতাদের দাবি তৃণমূলের কাছ থেকে জোট গঠনের প্রস্তাব এসেছিল শতাব্দী প্রাচীন দলটির কাছেও।  কিন্তু কংগ্রেসের গোয়ার দায়িত্বে থাকা  পি চিদম্বরম জানিয়েছিলেন লিখিত কোনও প্রস্তাব আসেনি তৃণমূলের দিক থেকে। তাই বিষয়টি নিয়ে আলোচনা হয়নি। 

প্রধানমন্ত্রী মোদীকে চ্যালেঞ্জ, বিতর্কে আহ্বান পাক প্রধানমন্ত্রী ইমরান খানের

দুটি শহর পবিত্র, মুখ্যমন্ত্রী মদ ও মাংস বিক্রি নিষিদ্ধ করার কথা ঘোষণা করলেন

দুটি শহর পবিত্র, মুখ্যমন্ত্রী মদ ও মাংস বিক্রি নিষিদ্ধ করার কথা ঘোষণা করলেন