সংক্ষিপ্ত
৯/১১-র বর্ষপূর্তিতে নয়া আতঙ্ক। জীবিত রয়েছেন আলকায়েদা প্রধান। ভিডিও বার্তায় মিললো প্রমাণ।
বিশ্ব ইতিহাসের কালো দিবস ৯/১১। ওর্য়াল্ড ট্রেড সেন্টারসহ আমেরিকার ৪ জায়গার ভয়াবহ হামলার কথা আজ ও ভোলে নি বিশ্ব। এবার ৯/১১ -এর বর্ষপূর্তিতে আলকায়দার নতুন ভিডিও ঘিরে তৈরী হয়েছে চাঞ্চল্য। ১ ঘন্টার এই ভিডিও নিয়ে চিন্তার ভাজ পড়েছে গোয়েন্দা মহলে। কারণ ভিডিওটি করেছেন আল-কায়েদার শীর্ষ নেতা আয়মান আল-জয়াহিরি। যাকে এতদিন মৃত বলে জানতো গোটা বিশ্ব হঠাৎ তাঁর ভিডিও নিয়ে সামনে আসায় তৈরী হয়েছে আতঙ্ক।
টেলিগ্রাম অ্যাপে ভিডিওটি প্রকাশ করেছেন আলকায়দা। ভিডিয়ো বার্তাটির শিরোনাম 'Jerusalem will not be Judaised'। ৯/১১ হামলার নেপথ্যে মূল ছিল ওসামা বিন লাদেন। ফলত হামলার পর আত্মগোপন করতে বাধ্য হয়েছিল ওসামা বিন লাদেন। তখনই লাদেনের স্থানে আলকায়দার প্রধান হন আয়মান আল-জয়াহিরি। ২০২০ সালে রটে যায় বার্ধক্য জনিত কারণে মৃত্যু হয়েছে আয়মান আল-জয়াহিরির। এরপর পুনরায় ৯.১১-র বর্ষপূর্তিতে ভিডিও সূত্রে প্রকাশ্যে আসেন আলকায়দা প্রধান আয়মান আল-জয়াহিরি যা থেকে স্পষ্ট যে তিনি সুস্থ এবং জীবিত।
আরও পড়ুন- ময়ানমারে সেনার বিরুদ্ধে সাধারণ নাগরিকদের যুদ্ধ, শরণার্থীদের দ্বিতীয় তরঙ্গ মিজোরামে
উল্লেখ্য, তালিবান আফগানিস্তান দখলের পর থেকেই আন্তর্জাতিক স্তরে চাপ সৃষ্টি হয়েছে। আফগানিস্তান তালিবান দখল করার পাকিস্তানের উল্লাস প্রকাশ ঘিরে ভারতের অন্দরে তৈরী হয়েছে আতঙ্ক। ইতিমধ্যে ভারতের হামলার আশঙ্কা ও প্রকাশ করেছেন ভারতীয় গোয়েন্দা সংস্থা। এরপর আলকায়দা প্রধানের বেঁচে থাকার খবরে নতুন অস্বস্তিতে দেশ।
আরও পড়ুন- তান্ডব চলছে পাকিস্তানে, ইমরান খান সরকারকে নাকানিচোবানি খাইয়ে একদিনে মৃত ১৭
আরও পড়ুন- বাসর রাতে পুরুষত্ব পরীক্ষার জন্য পেটানো হয় বরকে, বিয়ের এই মজাদার রীতিগুলো শুনলে হাসি পাবেই
আরও পড়ুন- মোক্ষম চাল নরেন্দ্র মোদীর, অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের সামরিক সমঝোতা ভয় বাড়াল পাকিস্তানের
আরও পড়ুন- এই জলে নামলেই পাথর হয়ে যায় পাখিরা, অদ্ভুত রহস্যে মোড়া নেট্রন লেক
আরও পড়ুন- তবে তী পাকিস্তানের সঙ্গে দূরত্ব বাড়ছে তালিবানদের, তেমনই ইঙ্গিত দিচ্ছে একটি ভাইরাল অডিও