প্রয়াত হলেন বিএমপির চেয়ারপার্সন ও বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
বছর শেষে খারাপ খবর। প্রয়াত হলেন বিএমপির চেয়ারপার্সন ও বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। ঢাকার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
২৩ নভেম্বর হাসপাতালে ভর্তি করা হয়। একাধিক রোগ বাসা বেঁধেছিল তাঁর শরীরে। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতায় ভুগছিলেন। জানা যায়, তাঁর হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ে। এক মাসের বেশি সময় ধরে খালেদা জিয়া চিকিৎসাধীন ছিলেন। দেশি ও বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছিল। কিন্তু শেষ রক্ষা হল না।
জানা গিয়েছে, সোমবার তার অবস্থার অবনতি হতে থাকে। মঙ্গলবার ভোরে তাঁর মৃত্যু হয়। বিএনপির ভারপরাপ্ত চেয়ারম্যান ও খালেদার পুত্র তারেক রহমান প্রথম এই মৃত্যুর খবর প্রকাশ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রয়াণের ১৯৮২ সালের ৪ জানুয়ারি খালেদা বিএনপির সদস্যপদ গ্রহণের দিয়ে তাঁর রাজনৈতিক জীবন শুরু করেছিলেন। ১৯৮৩ সালের মার্চে ভাইস চেয়ারম্যান ও ১৯৮৪ সালের অগস্টে তিনি বিএনপির চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত হয়েছিলেন। ১৯৯১ সালে ২০ মার্চ বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদের কাছে মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।
দুবার প্রধানমন্ত্রী পদে শপথ নেন খালেদা। প্রথমবার ১৯৯১ থেকে ১৯৯৬ পর্যন্ত। দ্বিতীয় এবং শেষ বার ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত। নারীশিক্ষার প্রসারে সরকারে ভূমিকার কথা স্বীকার করে থাকেন অনেকেই। তবে তাঁর আমলে দুর্নীতির অভিযোগও উঠেছে। ২০১৮ টি স্বেচ্ছাসেবী সংস্থায় দুর্নীতির অভিযোগে ১৭ বছরের কারাদণ্ড হয় খালেদার। সেই সময় থেকেই নানান শারীরিক জটিলতা দেখা যায় তাঁর। ক্রমে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির সমস্যা দেখা দেয়। দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ সকালে প্রয়াত হন মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া।


