করোনা ভাইরাসের (COVID-19) পরীক্ষা নিরীক্ষায় দারুণ তথ্য। গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানাচ্ছেন সর্দি কাশির সাধারণ ভাইরাস (Common Cold Antibodies) মেরে ফেলতে পারে করোনা ভাইরাসকে। সাধারণ সর্দি-কাশির জন্য দায়ী রাইনো ভাইরাস (Rhinovirus)। এই রাইনো ভাইরাস শরীরে বাসা বাঁধলে সর্দি, কাশি, হালকা জ্বরের মতো উপসর্গ দেখা দেয়। ফলে করোনা আর শরীরে সংক্রমণ ছড়ানোর জায়গা পায় না।