- Home
- World News
- Pakistan News
- 'জঙ্গি মদতে সিদ্ধহস্ত পাকিস্তান', রাষ্ট্রসঙ্ঘের বৈঠকে পাক প্রধানমন্ত্রী শাহবাজকে তোপ ভারতের
'জঙ্গি মদতে সিদ্ধহস্ত পাকিস্তান', রাষ্ট্রসঙ্ঘের বৈঠকে পাক প্রধানমন্ত্রী শাহবাজকে তোপ ভারতের
India on Pakistan UN: রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে ফের মুখ পুড়ল পাকিস্তানের। জঙ্গিবাদ ইস্যুতে রাষ্ট্রসঙ্ঘের অধিবেশনেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চাঁচাছোলা আক্রমণ ভারতের। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

রাষ্ট্রসঙ্ঘে পাকিস্তানকে তোপ ভারতের
রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার অধিবেশনে ভরা বৈঠকে ফের আরও একবার সামনে চলে আসলো পাকিস্তানের কদর্য রূপ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে একহাত নিলেন ভারতের রাষ্ট্রদূত পেটাল গেহলট। অপারেশন সিঁদুরে ভারতের বিরুদ্ধে জয় লাভ করেছে পাকিস্তান! পাক প্রধানমন্ত্রীর এই দাবিকে খারিজ করে তীব্র আক্রমণ ভারতের।
কী বলেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
শনিবার রাষ্ট্রসঙ্ঘের ভরা সভায় বক্তব্য রাখেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেখানে তিনি বলেন, ‘’অসাধারণ পেশাদারিত্ব, সাহসিকতার সঙ্গে পাকিস্তানের সেনাবাহিনী এর জবাব দিয়েছে।'' পাকিস্তানের এই বক্তব্যের পরই পাল্টা ইসলামাবাদকে তুলোধনা করেন ভারতের রাষ্ট্রদূত পেটাল গেহলট।
কী বললেন পেটাল গেহলট?
ভারতের অপারেশন সিঁদুরে পাকিস্তানের জয়! দাবি করেছেন খোদ পাক প্রধানমন্ত্রী। যা নিয়ে পাকিস্তানকে তীব্র কটাক্ষ করেন ভারতের রাষ্ট্রদূত পেটাল গেহলট। তিনি বলেন, ‘’ভারতের হামলায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে পাকিস্তানের বিমানঘাঁটি। আর এই ধ্বংসেই যদি ওদের জয় লাভ হয় তাহলে ওরা জয়ী।''
পহেলগাঁও হামলার জন্য দায়ি পাকিস্তান
পেটাল গেহলট বলেন, ‘’পাকিস্তানের বিদেশনীতির কেন্দ্রে রয়েছে সন্ত্রাসবাদ।'' পহেলগাঁও হামলার জন্য দায়ী পাকিস্তান। একই সঙ্গে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট ও আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনকে সুরক্ষা দেওয়া নিয়েও তুলোধনা করেন ভারতের প্রতিনিধি।
বিশ্বমঞ্চে পাকিস্তানকে তোপ
এদিন রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার ৮০তম বৈঠকে ভারতের রাষ্ট্রদূত পেটাল গেহলট আরও বলেন, ‘’পাকিস্তানের দীর্ঘ ঐতিহ্য রয়েছে জঙ্গি হামলা চালানোর এবং এই দেশই এক দশক ধরে ওসামা বিন লাদেনকে আশ্রয় দিয়ে রেখেছে এদিকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নেওয়ার অভিনয় করে।''
