সংক্ষিপ্ত

জম্মু ও কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে কয়েক দশকের বিরোধিতা থাকলেও, এখন নিজেদের দখল করে রাখা কাশ্মীরের পরিস্থিতি সামাল দিতে পারছে না পাকিস্তান। সেখানকার পরিস্থিতি ক্রমশঃ পাকিস্তানের হাতের বাইরে চলে যাচ্ছে।

আর্থিক সমস্যায় দীর্ণ পাকিস্তানে এবার পাক-অধিকৃত কাশ্মীর নিয়ে নতুন সমস্যা তৈরি হয়েছে। অন্যায়ভাবে কর চাপানো এবং বেশ কয়েকজন আন্দোলনকারীকে গ্রেফতার করার প্রতিবাদে শুরু হয়েছে বিক্ষোভ। শনিবার বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এই আন্দোলন বানচাল করে দেওয়ার লক্ষ্যে অতিরিক্ত নিরাপত্তাবাহিনী মোতায়েন করেছে পাকিস্তান সরকার। কিন্তু তাতে সাধারণ মানুষের ক্ষোভ সামাল দেওয়া যাচ্ছে না। রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন হাজার হাজার মানুষ। পুলিশের সঙ্গে সাধারণ মানুষের হাতাহাতি চলছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিশকর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন, মারধর করছেন বহু মানুষ। শেষ খবর পাওয়া পর্যন্ত ৭০ জন আন্দোলনকারীকে গ্রেফতার করেছে পুলিশ। মেয়েদের স্কুলে গিয়ে হামলাও চালিয়েছে পাক সেনা। এই ঘটনায় ক্ষোভের আগুনে ঘি পড়েছে।

পাক-অধিকৃত কাশ্মীরে ধর্মঘট

এ বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান সরকারের সঙ্গে চুক্তি হয় জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটির। কিন্তু পাকিস্তান সরকার সেই চুক্তি অনুযায়ী কাজ করছে না। এরই প্রতিবাদে শুক্রবার ধর্মঘটের ডাক দেয় জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি। সাধারণ ধর্মঘটের পাশাপাশি পরিবহণ ধর্মঘটেরও ডাক দেওয়া হয়। সেই ধর্মঘট ভাঙার জন্য শক্তি প্রয়োগ করে ইসলামাবাদ। এর ফলেই সংঘর্ষ শুরু হয়। পাক-অধিকৃত কাশ্মীরের মীরপুর জেলার দাদিয়াল তেহসিলে বিক্ষোভ দমনের লক্ষ্যে ফ্রন্ট কোর, রেঞ্জার্স, পাঞ্জাব প্রদেশ থেকে ক্যুইক রেসপন্স টিম নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু তাতেও বিশেষ সুবিধা হচ্ছে না।

 

 

পাক-অধিকৃত কাশ্মীরে ব্যাপক ধরপাকড়

বৃহস্পতিবার গভীর রাতে ব্যবসায়ী সংগঠনের নেতা শৌকত নওয়াজ মীরের বাড়িতে হানা দেয় মুজফফরাবাদ পুলিশ। জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটির আরও কয়েকজন সদস্যের বাড়িতেও হানা দেয় পুলিশ। ছাত্র সংগঠনের ২ জন নেতা-সহ ৮ জনকে আটক করা হয়। রাজনৈতিক আন্দোলনকারী আমজাদ আয়ুব মির্জা জানিয়েছেন, শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশি অত্যাচারের প্রতিবাদেই বিক্ষোভ শুরু হয়েছে।

 

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

G-20 summit UAE: 'পাক অধিকৃত কাশ্মীর ভারতেরই অংশ', সাফ জানাল UAE

'পাক অধিকৃত কাশ্মীর ভারতেরই অঙ্গ, ফের ভারতের সঙ্গে মিশে যাবে', কেন্দ্রীয় মন্ত্রী

PoK Protests: বিদ্যুতের মাত্রাতিরিক্ত বিল, পাক-অধিকৃত কাশ্মীরে প্রবল বিক্ষোভ