মধ্যরাতের এই ঘটনার পর রবিবার বিকেলে ইমরান খান প্রথম মন্তব্য করেন। তিনি বলেন, 'পাকিস্তান ১৯৪৭ সালে স্বাধীন হয়েছে। কিন্তু শাসন পরিবর্তনে বিদেশী ষড়যন্ত্রের বিরুদ্ধে আজ আবার নতুন করে স্বাধীনতা সংগ্রাম শুরু হল।
ইমরান খানের সরকার পতন।সূত্রের খবর, তিনি ফল ঘোষণা হওয়ার পর ইসলামাবাদ ছেড়ে রাতেই বেরিয়ে গিয়েছেন।
পাকিস্তানের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের দরজা খোলার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ জাতীয় সংসদের স্পিকার আসাদ কায়সার এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থ প্রস্তাবে ভোট দেওয়ার অনুমতি দেননি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বেশ কয়েক দিন ধরেই ভারতের প্রশংসায় পঞ্চমুখ। তিনি ভারতের বিদেশ নীতির প্রশংসা করেছেন। তিনি আরও আরও বলেছেন ভারতের ওপর কেউ চাপ তৈরি করতে পারে না। ইমরান খানের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন মারিয়াম।
ইমরান খানের ভাগ্য নির্ধারণের দিন আজ। পাকিস্তানে রাজনৈতিক চাপানউতোর চলছিল প্রায় অনেকদিন ধরেই। ইমরান খানের পদত্যাগের জল্পনা ও ছিল তুঙ্গে। তবে নিজের যদি বাঁচানোর হাজারো চেষ্টা করলেও শেষ রক্ষা হয় নি। অবশেষে সুপ্রিম কোর্টের রায়ের জোর ধাক্কা খায় ইমরান খান এবং স্থির হয় যে শনিবার অর্থাৎ আজ ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট গ্রহণ করা হবে। এরই মাঝে ইমরান খানের গলায় শোনা গেল এক্কেবারে ভিন্ন সুর।
লাহোরের অ্যান্টি টেররিজম আদালত পাক সরকারকে হাফিজ সইদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, মুম্বাই হামলা এবং ২০০১ সালে ভারতীয় সংসদে হামলার অন্যতম মাস্টারমাইন্ড এই হাফিজ সইদ।
অনাস্থা ভোটের রায় যদি ইমরান খানের বিরুদ্ধে যায় তাহলে তিনি হবেন প্রথম প্রধানমন্ত্রী যাকে অনাস্থার মাধ্যমে অপরাসিত করা হবে।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আইনি, সাংবিধানিক এবং লজিস্টিক চ্যালেঞ্জের কারণে পাকিস্তানের নির্বাচন কমিশন তিন মাসের মধ্যে সাধারণ নির্বাচন করতে অপারগ।
পানামা পেপারস মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণাকারী পাঁচ বিচারপতির বেঞ্চের অংশ ছিলেন বিচারপতি আহমেদ। পানামা পেপারস মামলার বিভক্ত রায়ে আহমেদ তার নন কনফর্মিস্ট নোট দিয়ে শিরোনাম তৈরি করেছিলেন।
এক সময় মেয়েদের হার্টথ্রব ছিলেন ইমরান খান। পাকিস্তানের খেলোয়াড়দের মধ্যে একজন ছিলেন ইমরান। জনপ্রিয় ক্রিকেটারকে নিয়ে বিতর্কের শেষ নেই। বলা হত যে, ইমরান খান যখন খেলতে নামতেন মেয়েরা তাঁকে দেখার জন্য টিভির সামনে বসে যেত।