সংক্ষিপ্ত
Pakistan Price Hike: পাকিস্তানের (Pakistan) নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম বাড়ছে (price hike) হুহু করে। বাজারে গেলেই হাত পুড়ছে সাধরণ পাকিস্তানি নাগরিকের।
Pakistan Price Hike: পাকিস্তানের (Pakistan) নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম বাড়ছে (price hike) হুহু করে। বাজারে গেলেই হাত পুড়ছে সাধরণ পাকিস্তানি নাগরিকের। আলু, পেঁয়াজ থেকে শুরু করে ফুলকপি, টোমেটো সবকিছুরই দাম বাড়ছে। ইসলামাবাদ থেকে শুরু করে লাহোর সর্বত্রই এই একই ছবি। কিন্তু পাক-সরকার এই বিষয়ে উদাসীন বলেও অভিযোগ সাধারণ নাগরিকদের।
পাকিস্তানের নিত্য প্রয়োজনীয় খাবারের দাম বৃদ্ধি
নিত্য প্রয়োজনীয় সবজির মধ্যে ভারতের মতই পাকিস্তানেও আলু গুরুত্বপূর্ণ। পাকিস্তানে বর্তমানে কেজি প্রতি আলুর দাম ১২০ পাকিস্তানি মুদ্রা। সাধারণ আলুর মতই রাঙালুর দামও বৃদ্ধি পেয়েছে। ১ কেজি রাঙালুর দাম ২৪০ টাকা।
ইদের মরশুম চলছে। খাওয়াদাওয়া রয়েছে। ইফতার পার্টি চলছে। তারই মধ্যে আকাশ ছুঁয়েছে পেঁয়াজ , আদা, রসুনের দাম। ১ কেজি রসুনের দাম ২৫০ টাকা। আদা ৮৫০ টাকা। কাঁচা লঙ্কার দাম ২৪০ টাকা। পেঁয়াজের দাম কেজি প্রতি ২৫০ পাকিস্তানি মুদ্রা। পাকিস্তানে অন্যান্য সবজির দামও আকাশ ছোঁয়া। টোমেটোর দাম ৫০ টাকা। ১ পিস লাউয়ের দাাম ১০০ টক। ১ কেজি বেগুনের দাম ২৫০ টাকা। ২৫০ গ্রাম সজনে ডাঁটার দাম ২৪০ টাকা। ফুলকপির দামও ২৫০ টাকা।
কিন্তু এই অবস্থায় পাকিস্তানি সরকার বাংলাদেশে খাদ্য শস্য রফতানি করছে। বাংলাদেশে জাহাজ ভর্তি করে চাল পাঠিয়েছে সম্প্রতি। কিন্তু পাকিস্তানেই খাদ্য শস্যের দাম বাড়ায় প্রচুর করে মানুষ নিত্যদিন অভুক্ত থাকেন বলেও দাবি সেই দেশের একাধিক মানবাধিকার সংগঠনের। পাকিস্তানে দীর্ঘ দিন ধরেই আর্থিক ও রাজনৈতিক অস্থিরতা চলথছে। আর সেই কারণেই মূল্য বৃদ্ধি হচ্ছে বলেও জনিয়েছে সেদেশের বিশেষজ্ঞরা। রাজনৈতিক স্থিরতা না এলে আর্থিক স্থিরতা আসবে না বলেও মনে করছে বিশেষজ্ঞরা।