সংক্ষিপ্ত
- করোনা নিয়ে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হল ২ জনকে
- ধৃতরা কলকাতার বিডন স্ট্রিটের বাসিন্দা,নাম নবীন পোদ্দার ও পার্থ শর্মা
- এরা দুজনেই করোনা সঙ্কটের মধ্য়ে হোয়াটসঅ্যাপে ভুয়ো তথ্য ছড়িয়েছে
- শুক্রবার পর্যন্ত কলকাতা পুলিশ মোট ২২৮ জনকে গ্রেফতার করেছে
করোনা নিয়ে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে ২ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা কলকাতার বিডন স্ট্রিটের বাসিন্দা,নাম নবীন পোদ্দার ও পার্থ শর্মা৷ সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানোর পরই তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ হয়৷ এরপরই ওই দুই জনকে গ্রেফতার করে বটতলা থানার পুলিশ৷
আরও পড়ুন, শতবর্ষে সত্যজিৎ, 'মহারাজা'র ১০০ তম জন্মদিনে 'সেলাম' জানিয়ে টুইট মমতার
করোনা রুখতে দীর্ঘ লকডাউন চলছে। তারই মধ্য়ে রাজ্য় সরকারের তরফে একাধিক বার সোশ্য়াল মিডিয়ায় করোনা নিয়ে গুজব বা নকল তথ্য় ছড়াতে নিষেধ করা হয়েছে। যার উপর ক্রমাগত নজর রাখতে সাইবার ক্রাইম বিভাগ। কলকাতা পুলিশের তরফে কড়াকড়ি আগের থেকেও বেশি বাড়ানো হয়ছে। এসব সত্ত্বেও কলকাতার বিডন স্ট্রিটের নবীন পোদ্দার ও পার্থ শর্মা দুজনেই ভুয়ো খবর ছড়ায় হোয়াটসঅ্যাপে। এরপরই ওদের দুই জনকে গ্রেফতার করে বটতলা থানার পুলিশ৷ উল্লেখ্য়, এর আগেও বেলেঘাটা আইডি-র এক চিকিৎসককে নিয়ে ভুয়ো খবর ছড়ানোর দায়ে গ্রেফতার করা হয়েছিল একজনকে।
অপরদিকে সম্প্রতি গাড়ি চলাচলের ক্ষেত্রে বিভিন্ন ছাড় মেলায় গাড়ির সংখ্যা রাস্তায় বেড়েছে। আর সেই কারণেই রাতের তল্লাশিতে আরও কড়া হতে পুলিশ কমিশনার নির্দেশ দিয়েছেন৷ শুক্রবার দুপুর পর্যন্ত কলকাতা পুলিশ ২২৮ জনকে গ্রেফতার করেছে৷ এদের বিরুদ্ধে লকডাউন লঙ্ঘন করার অভিযোগ৷ এদের মধ্যে ৭১ জনকে গ্রেফতার করা হয়েছে মাস্ক না পরার জন্য৷ এবং যত্রতত্র থুতু ফেলার জন্য ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে৷ ৩ টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে ৷
রোগী ফেলে পালাতে পারল না অ্যাম্বুল্যান্স, পিপিই পরা স্বাস্থ্য়কর্মীদেরকে তীব্র প্রতিবাদ নাকতলাবাসীর
রাজ্য়ে একাধিক করোনা রিপোর্ট 'ফলস' নেগেটিভ, কী বলছেন চিকিৎসকরা
রিপোর্ট 'নেগেটিভ' -পাঠানো হল বাড়ি, ভূল থাকায় ফের ডাক, বাঙ্গুর হাসপাতালে মৃত্যু করোনা আক্রান্তের