সংক্ষিপ্ত
- এবার নিউ টাউন থানা এলাকায় করোনায় আক্রান্ত এক মহিলা
- পেশায় অ্যাম্বুলেন্সের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন তিনি
- এই মুহূর্তে তাঁকে চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতাল ভর্তি করা হয়েছে
- গোটা এলাকাই সিল করে দিয়েছে নিউ টাউন থানার পুলিশ
করোনা কোপে এবার অ্যাম্বুলেন্স-অ্যাসিস্ট্যান্ট। সূত্রের খবর, নিউ টাউন থানা এলাকায় এবার করোনা পজেটিভ এক মহিলা। পেশায় তিনি এক অ্যাম্বুলেন্সের অ্যাসিস্ট্যান্ট। এই মুহূর্তে তিনি কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন। পাশাপাশি রোগী দেওয়া-নেওয়া করতে গিয়েই তিনি করোনা আক্রান্ত হয়েছেন কিনা এবং আক্রান্তের সংস্পর্শে আরও কারা কারা এসেছেন তা খতিয়ে দেখা হচ্ছে।
সূত্রের খবর, নিউ টাউন থানা এলাকার সুলিংগুড়ি দক্ষিণ পাড়ার ওই মহিলা ১০২ নাম্বারের অ্যাম্বুলেন্সের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন। সম্প্রতি তাঁর করোনা উপসর্গ দেখা যায়। এরপরই তাঁর লালারস নমুনা পরীক্ষার জন্য় পাঠানো হয়। রিপোর্ট করোনা পজিটিভ আসে। তারপরই দ্রুত ওই মহিলাকে চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতাল কোয়ারেন্টাইন সেন্টারে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন, টিকিয়াপাড়া কাণ্ডে কড়া পদক্ষেপ নিল পুলিশ, গ্রেফতার প্রধান অভিযুক্ত শাকিব সহ আরও ১৩
অপরদিকে, নিউ টাউন থানার পুলিশের পক্ষ থেকে গোটা এলাকা সিল করে দেওয়া হয়েছে। পাশাপাশি রোগী দেওয়া-নেওয়া করতে গিয়েই তিনি করোনা আক্রান্ত হয়েছেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এবং আক্রান্তের সংস্পর্শে আরও যারা যারা এসেছেন, তাদের চিহ্নিত করে তালিকা বানানো হচ্ছে। তাদেরকেও কোয়ারেন্টিনে পাঠানো হতে পারে।
আরও পড়ুন, লকডাউনে করোনা আক্রান্তের সঙ্গেই মদ্যপান, সাত বন্ধু পরিবার সহ ৪০ জন কোয়ারেন্টিনে
রোগী ফেলে পালাতে পারল না অ্যাম্বুল্যান্স, পিপিই পরা স্বাস্থ্য়কর্মীদেরকে তীব্র প্রতিবাদ নাকতলাবাসীর
রাজ্য়ে একাধিক করোনা রিপোর্ট 'ফলস' নেগেটিভ, কী বলছেন চিকিৎসকরা
রিপোর্ট 'নেগেটিভ' -পাঠানো হল বাড়ি, ভূল থাকায় ফের ডাক, বাঙ্গুর হাসপাতালে মৃত্যু করোনা আক্রান্তের