সংক্ষিপ্ত
কাশ ফুলের সঙ্গে দরজায় কড়া নাড়বে বলে অপেক্ষায় কোভিডের তৃতীয় ঢেউ। সতর্কতা রেখেই রাখি বন্ধনের দিনেই খুঁটিপুজো দিয়ে দুর্গোৎসবের শুভারম্ভ করতে চলেছে বাদামতলা আষাঢ় সংঘ।
রাখি বন্ধনের দিনেই খুঁটিপুজো দিয়ে দুর্গোৎসবের শুভারম্ভ করতে চলেছে বাদামতলা আষাঢ় সংঘ। যদিও কাশ ফুলের সঙ্গে দরজায় কড়া নাড়বে বলে অপেক্ষায় কোভিডের তৃতীয় ঢেউ। তবুও কোভিড বিধি মেনেই এবার বাদামতলা আষাঢ় সংঘের দুর্গোৎসবের শুভারম্ভ হতে চলেছে।
আরও পড়ুন, 'পাশে আছি', সোনাগাছির দুর্বার দূর্গা উৎসব কমিটির খুঁটি পুজোতে মদন মিত্র
রাত পেরোলেই রবিবার, দেশ জুড়ে পালিত হবে রাখি বন্ধন উৎসব। বাদামতলা আষাঢ় সংঘের তরফে জানানো হয়েছে,'সম্প্রীতির এই রাখিবন্ধনে,সূচনা মায়ের আগমনের।' রাখি পূর্ণিমার শুভদিনেই বাদামতলা আষাঢ় সংঘের ৮৩ তম দুর্গোৎসবের শুভারম্ভ হতে চলেছে। ২০২১ এর খুঁটি পুজো হবে ২২ আগস্ট রবিবার বেলা ১২ টায়। উমা মায়ের আরাধনা হবে স্বাস্থ্যবিধি মেনে। প্রসঙ্গত, খুঁটি পুজো মানেই উমা মাকে দেখার অধীর অপেক্ষায় বাঙালি। চিনি সিরায় ডুববে জিলেপি-গজা। নতুন পাঞ্জাবিতে চলকিয়ে পড়বে। প্রেমিকার রুমার তা মোছার জন্য উঠে আসলে অবশ্য়ই পোয়া বারো। তবে এখনও রাজ্য সরকার তো বটেই, সাধারণ মানুষেরও মনে মাঝে মেঘ করে আছে কোভিডের দ্বিতীয় তৃতীয় ঢেউ নিয়ে। সেপ্টেম্বরেই তৃতীয় ঢেউ ঢোকার কথা বলে সম্প্রতি নিজেও বলেছেন মুখ্যমন্ত্রী। যদিও এহেন পরিস্থিতিতে ইতিমধ্যেই মহম্মদ আলি পার্ক, সোনারগাছির দুর্বার দুর্গোৎসব পুজো কমিটি সহ শহরের একাধিক জায়গায় খুঁটি পুজো শুরু হয়ে গিয়েছে।
আরও দেখুন, করোনা আবহের মাঝেই ঢাকে পড়ল কাঠি, খুঁটি পুজোর আনন্দে মাতল মহম্মদ আলি পার্ক
উল্লেখ্য, ২০২০ সালে ফোরাম ফর দুর্গা উৎসব কোভিড বিধি মেনে একটা খসরা বানিয়ে ছিল, যে কজন প্যান্ডেলে একসঙ্গে ঢুকতে পারবেন। কতটা সামাজিক দূরত্ব মেনে চলা হবে। স্যানিটাইজার, পিপিই কিট পরতে হবে স্বেচ্ছাসেবকদের, এছা়ড়াও নানা সতর্কতা নিয়ে সেই খসরা বেরিয়েছিল। কিন্তু ততদিনে মামলা হাইকোর্টে উঠেছে। যার দরুন পরে সব কিছুতেই অদল বদল ঘটে। ২০২০ সালে পুজো প্যান্ডেলে প্রবেশ নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা হাইকোর্ট। গত বছর কোভিডের প্রথম ঢেউয়ে তখন জেরবার কলকাতা সহ রাজ্য। অতিমারি পরিস্থিতিতে পুজোতে সাধারণ মানুষ প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরলে তা যে ভয়াবহ রূপ নেবে,এই আশঙ্কাতেই হাইকোর্টে মামলা দায়ের হয়। এবং শেষ অবধি রাজ্যের সকল পুজো প্যান্ডেল সম্পূর্ণ হয়ে যাওয়ার পর কলকাতা হাইকোর্ট নো এন্ট্রি জোন হিসেবে ঘোষণার নির্দেশ দেয় পুজো কমিটিগুলিকে। তবে এবার ২০২১ সালের দুর্গা পুজোয় কী অপেক্ষা করছে, তা শুধু সময়ই বলবে।
আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে
আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়
আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে
আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ
আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা
আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস