সংক্ষিপ্ত

''সেলিব্রেটি হয়ে এসেছিলেন, সেলিব্রেটি হিসাবে চলে গেলেন', বাবুল সুপ্রিয় প্রসঙ্গে তোপ দাগলেন এবার বিজেপি নেতা সায়ন্তন বসু। 'ভগবান তার মঙ্গল করুন' বলে ফিরহাদকে খোঁচা দিলেন সায়ন্তনের।

 'ওটা ক্লোজ চ্যাপ্টার,এমন কিছু বড়ো নেতা নয় আমাদের', বাবুল সুপ্রিয় প্রসঙ্গে তোপ দাগলেন এবার বিজেপি নেতা সায়ন্তন বসু। এদিন  প্রধানমন্ত্রী সেবা সপ্তাহ উপলক্ষে সল্টলেকের এডি ব্লকে চক্ষু পরীক্ষা শিবিরে আসেন তিনি। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও।

আরও পড়ুন, 'বাবুলের দলবদলে উপনির্বাচনে প্রভাব পড়বে না', 'পলিটিক্যাল ট্যুরিস্ট' বলে তোপ দিলীপের

  বাবুল সুপ্রিয়: 'সেলিব্রেটি হয়ে এসেছিলেন, সেলিব্রেটি হিসাবে চলে গেলেন' 

উল্লেখ্য,শনিবার দুপুরে হঠাৎই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়।  তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের উপস্থিতিতে তিনি বাংলার শাসক দলের পতাকা হাতে তুলে নেন এদিন তিনি। এই প্রসঙ্গে সায়ন্তনের সাফ কথা, 'ওটা ক্লোজ চ্যাপ্টার,এমন কিছু বড়ো নেতা নয় আমাদের। পার্টির কোনও পধাধিকারী ছিলেন না। সাংসদ ছিলেন। অবশ্যই তার সঙ্গে একজন ব্যক্তিও আসানসোলের যাবেন না । আমি দায়িত্ব নিয়ে বলছি। অন ক্যামেরা বলছি। কাল আসানসোলের বহু কার্যকর্তার সঙ্গে আমার কথা হয়েছে। সেলিব্রেটি হয়ে এসেছিলেন, সেলিব্রেটি হিসাবে চলে গেলেন।' 

আরও পড়ুন, 'বাবুলের তৃণমূল যোগ-অর্পিতার ইস্তফা', তৃণমূলের ত্রিকোণমিতি মেলালেন অনুপম হাজরা
 'বাংলায় সুস্থ মস্তিষ্কের মানুষ বিজেপি করতে পারে না'-ফিরহাদ, 'ভগবান তার মঙ্গল করুন'-সায়ন্তন

অপরদিকে ফিরহাদ প্রসঙ্গেও বিষোদগার করলেন সায়ন্তন বসু। ফিরহাদ হাকিম বলেছেন, 'বাংলায় সুস্থ মস্তিষ্কের মানুষ বিজেপি করতে পারে না। যারা এত কথা বলছে তারা তৃণমূলে আসার জন্য পা বাড়িয়ে রেখেছে'। আর এবার ফিরহাদের পাল্টা জবাবে বিজেপি নেতা সায়ন্তন বলেছেন,'কারোর যদি একজন দুজন বিজেপির লোককে সামিল করে এত উৎসাহ তৈরি হয়, তাহলে ভগবান তার মঙ্গল করুন। আমরা শুধু এটুকু বলতে পারি যে ববি হাকিম নিজে ঠিক করুন সে কোন দলে থাকবেন। তিনি অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের দল করবেন। সেখানে তার অনুগামী হয়ে কাজ করবেন, না নিজের রাজনৈতিক পরিচয় দেবেন।'  

আরও পড়ুন, Post Poll Violence: কাঁকুড়গাছির BJP কর্মী অভিজিৎ খুনে ১২ জনকে গ্রেফতারি পরোয়ানা পাঠাল CBI
ত্রিপুরায় তৃণমূল: 'রোজ রোজ মামলা পাঠানো উচিত'-সায়ন্তন

ত্রিপুরায় তৃণমূল নেতাদের সমন পাঠানো হয়েছে, এই প্রসঙ্গে সায়ন্তন বলেছেন, 'আরও বেশি করে নোটিশ পাঠানো উচিত। আমাদের নামে এতগুলো মামলা করেছে।আমার নামে ৩৫ টা মামলা আছে। রোজ একটা থানা থেকে ৪১ এর নোটিশ যায়। পশ্চিমবঙ্গে  এমন কোনও থানা বাকি নেই , যেখানে আমার নামে, দিলীপ ঘোষের নামে মামলা নেই। রোজ রোজ মামলা পাঠানো উচিত। ওদের নামে বেশ হয়েছে, আরও মামলা হওয়া উচিত ওদের নামে। কোনও প্রতিহিংসা না। আমিতো পরিষ্কার বলেছি বিজেপি যদি চায় তৃণমূল এর কোনও নেতা শুধু  ত্রিপুরা কেন, পশ্চিমবাংলার বাইরে কোথাও যেতে পারবে না। বাইরে তৃণমূল আছেটা কোথায় , খায় না মাথায় দেয় তাই লোকে জানেনা।' 

   আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা  

 

YouTube video player