সংক্ষিপ্ত
সোমবার নাড্ডার সঙ্গে সাক্ষাতের দিন ফের বিস্ফোরক বিজেপি বিধায়ক অর্জুন সিং। এদিন দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাত করতে যাওয়ার আগে অর্জুন বলেন, 'মুখ খুললে তো প্রকাশ্য়ে খুলতে হয়।'
সোমবার নাড্ডার সঙ্গে সাক্ষাতের দিন ফের বিস্ফোরক বিজেপি বিধায়ক অর্জুন সিং। এদিন দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাত করতে যাওয়ার আগে অর্জুন বলেন, মুখ খুললে তো প্রকাশ্য়ে খুলতে হয়। দলের একজন মন্ত্রী দফতরের সিস্টেমে ভূল আছে। তার ব্যাপারে আমি বারবার বলেছি। দলের পদমর্যাদা কোনও লোক ভূল করবে, তাহলে বলব না, বলে প্রশ্ন করেন অর্জুন সিং। পাশাপাশি এই সমস্যার সমাধান না হলে তিনি যে অন্যপথে হাঁটতে পারেন, তারও ইঙ্গিত দিয়েছেন ব্যারাকপুরের এই বিজেপি বিধায়ক।
অর্জুন সিং জানান, জেপি নাড্ডার সঙ্গে এই সাক্ষাত আগে থেকেই ঠিক ছিল। তবে বিজেপির সর্বভারতীয় নেতার সঙ্গে কীবিষয়ে কথা হবে। সই প্রসঙ্গে তিনি বলেন, কী বিষয়ে কথা বলবেন, তা উনি ঠিক করবেন।আমার কাছে কোনও অ্যাজেন্ডা আগে থেকে আসেনি। একই সঙ্গে সমস্যা সমাধান প্রসঙ্গে অর্জুন সিং আরও বলেন, সমস্যা সমাধান হওয়ার কথা আছে, আশা করি হয়ে যাবে। এরপরই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি ইঙ্গিত দিয়ে বলেন, 'সমস্যার সমাধান না হলে বলে দেব।' তবে দলীয় সূত্রের খবর, বেসুরো অর্জুনকে দলে রাখতেই ডাক দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। অপরদিকে, অর্জুন সিংহকে দিল্লিতে তলব নিয়ে বিজেপি নেতা রাহুল সিনহা দিল্লি যাওয়ার আগে বলেন, 'সব ঠিক হয়ে যাবে। মানুষের যখন ক্ষোভ হয়, তখন সেই ক্ষোভ থেকে নানারকম কথা বলে। কিন্তু আমার বিশ্বাস, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে অর্জুন সিংহ-র কথোপকথনে এই সমস্যার সমাধান হয়ে যাবে। অর্জুনদা বিজেপিতেই আছেন। বিজেপিতেই কাজ করছেন।'
আরও পড়ুন, বিজেপি নেতা অভিজিৎ খুনের জের, তৃণমূল বিধায়ক পরেশ পাল-সহ ২ জনকে তলব করল সিবিআই
প্রসঙ্গত, শাহ-সফরের পরেই বাংলায় আসতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। গেরুয়া শিবিরেরর ডামাডোল পরিস্থিতির উদ্ধারে বঙ্গবিজেপির রাজ্য কর্মসিমিতির বৈঠকে আসতে চলেছেন জেপি নাড্ডা। দলের একের পর নির্বাচন, উপনির্বাচনে হেরে জটিল পরিস্থিতি বঙ্গ বিজেপিতে। তার উপর শুরু হয়েছে ইস্তফার লাইন। অন্দরের বিতর্ক বাইরে বেরিয়ে আসছে। টুইটে একে অপরের বিরুদ্ধে কাঁদা ছোঁড়াছুড়ি করছেন অনেকেই। তবে এহেন পরিস্থিতির মাঝেই রাজ্য সফরে আসছেন জেপি নাড্ডা।কলকাতায় বঙ্গবিজেপির রাজ্য কর্মসিমিতির বৈঠক হবে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ আসবেন। ওই দুই শীর্ষ নেতার কাছে সময় চেয়েছে রাজ্য বিজেপি নের্তৃত্ব। তাঁদের সময় মতই রাজ্যকমিটির বৈঠকের দিন ঠিক করা হবে। এদিকে বঙ্গ বিজেপিতে পুরোনো-নতুন দ্বন্দ্বে জর্জরিত দল।পুরোনো নেতা-কর্মীদের বড় অংশ বসে গিয়েছেন। এই পরিস্থিতিতে বঙ্গবিজেপির রাজ্য কর্মসিমিতির বৈঠক খুবই গুরুত্বপূর্ণ। তাই দলের হাল ফেরাতে আসছেন নাড্ডা বলেই সূত্র মারফত জানা গিয়েছে। দলের বিদ্রোহ থামাতে কী পদক্ষেপ নেন নাড্ডা , সেই দিকেই নজর রাজনৈতিক মহলের।
আরও পড়ুন, জলের পাইপ ফেঁটে দিন শুরু, এবার ভাঙা পড়বে বাড়ি, কোথায় গিয়ে দাঁড়িয়ে বউবাজারবাসী