05:01 PM (IST) Oct 03
সামশেরগঞ্জে ২৬,১১১ ভোটে জয়ী আমিরুল ইসলাম

সামশেরগঞ্জে ২৬,১১১ ভোটে জয়ী আমিরুল ইসলাম

05:00 PM (IST) Oct 03
জঙ্গিপুরে ৯২,৬১৩ ভোটে জয়ী জাকির হোসেন

জঙ্গিপুরে ৯২,৬১৩ ভোটে জয়ী জাকির হোসেন

04:37 PM (IST) Oct 03
'মীরজাফরকে জবাব দিয়ে দিয়েছে ভবানীপুরের মানুষ', শুভেন্দুকে নিশানা ফিরহাদের

  'মীরজাফরদের জবাব দিয়ে দিয়েছে ভবানীপুরের মানুষ', বার্তা ফিরহাদের । উল্লেখ্য়ে  ভবানীপুর কেন্দ্রে ৫৮৮৩২ ভোটে রেকর্ড জয় করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই জয়ের পরেই শুভেন্দু অধিকারী তথা বঙ্গ বিজেপিকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম।

03:37 PM (IST) Oct 03
'দিদি রেকর্ড তৈরি করেছেন' বললেন প্রিয়াঙ্কা

বিজেপি প্রার্থী বলেছেন তিনি এই হার স্বীকার করছেন। আনন্দের সঙ্গেই হার স্বীকার করছেন। তিনি জানিয়েছেন তিনি মমতা বন্যোপাধ্যায়কেও অভিনন্দন জানিয়েছেন। 

03:29 PM (IST) Oct 03
উপনির্বাচনের প্রার্থী ঘোষণা মমতার

ভবানীপুর বিধানসভা কেন্দ্রে জয়ের পরই চার কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করলেন মমতা। 

পুজোর পরই ৪ কেন্দ্রে উপনির্বাচন, প্রার্থীদের নাম ঘোষণা মমতার

03:28 PM (IST) Oct 03
'আমি স্বার্থপর নই', কেন একথা বললনে মমতা বন্দ্যোপাধ্য়ায়

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বলেন তিনি একা এই ভোটে লড়াই করছেন না। তাঁর সঙ্গে সামশেরগঞ্জ ও জঙ্গিপুরেও দুই তৃণমূল কংগ্রেস প্রার্থী লড়াই করছেন। তাঁরাও জয়ের খুব কাছাকাছি রয়েছে।Mamata Banerjee Win: 'আমি স্বার্থপর নই' ভারনীপুরে জয়ের পর কেন একথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

02:43 PM (IST) Oct 03
ভবানীপুরে রেকর্ড জয়ের পর সরাসরি LIVE দেখুন মমতাকে

12:44 PM (IST) Oct 03
১২ রাউন্ড গণনা শেষে এগিয়ে মমতা

১২ গণনা শেষে ৩৪৯৭০ ভোটে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

12:26 PM (IST) Oct 03
বিজয় উৎসবে নিষেধাজ্ঞা কমিশনের

ভোটের ফলাফলের পর বিজয় উৎসবে নিষেধাজ্ঞা। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

12:23 PM (IST) Oct 03
১১ রাউন্ড গণনা শেষ

১১ রাউন্ড গণনা শেষে ৩৪ হাজার ভোটে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়

12:07 PM (IST) Oct 03
সপ্তম রাউন্ড শেষে এগিয়ে জাকির হোসেন

সপ্তম রাউন্ড গণনা শেষে জঙ্গিপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাকির হোসেন এগিয়ে ২০ হাজার ৫৪০ ভোটে।

11:02 AM (IST) Oct 03
তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস

তৃতীয় রাউন্ড শেষে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বাড়ির সামনে তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস।

 

 

 

10:41 AM (IST) Oct 03
তৃতীয় রাউন্ডের শেষে মমতার প্রাপ্ত ভোট ৯৯৭৪

তৃতীয় রাউন্ডের শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্ত ভোট ৯৯৭৪। প্রিয়ঙ্কা টিব্রেওয়ালের প্রাপ্ত ভোট ৩৮২২ আর শ্রীজীব বিশ্বাসের প্রাপ্ত ভোট ২৫০টি 

 

10:13 AM (IST) Oct 03
সামশেরগঞ্জে দ্বিতীয় রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী আমিনুলের মোট প্রাপ্ত ভোট ৪২৩৮

সামশেরগঞ্জে দ্বিতীয় রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী আমিনুলের মোট প্রাপ্ত ভোট ৪২৩৮, তিনি ১১৪০ ভোটে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী জাইদুর রহমানের থেকে

10:12 AM (IST) Oct 03
১৭১৭ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী জাকির হোসেন

জঙ্গিপুরে প্রথম রাউন্ডের গণনা শেষে তৃণমূল প্রার্থী জাকির হোসেন ১৭১৭ ভোটে এগিয়ে

09:40 AM (IST) Oct 03
এগিয়ে জাকির হোসেন

জঙ্গিপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী জাকির হোসেন। ১৭১৮ ভোটে এগিয়ে রয়েছেন তিনি

09:39 AM (IST) Oct 03
দ্বিতীয় রাউন্ডের শেষে এগিয়ে মমতা

ভবানীপুরে ইভিএম-এর ভোট কাউন্টিং-এ দ্বিতীয় রাউন্ডের শেষে ২৫০০ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়

09:21 AM (IST) Oct 03
জঙ্গিপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী জাকির হোসেন

জঙ্গিপুর- ১৩০০ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাকির হোসেন

09:09 AM (IST) Oct 03
পোস্টাল ব্যালটের গণনা শেষ ভবানীপুরে, এগিয়ে রয়েছেন মমতা

পোস্টাল ব্যালটের গণনা শেষ ভবানীপুরে, মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে রয়েছেন। ভবানীপুরে ২৮০০ ভোটে এগিয়ে রয়েছেন মমতা।

08:57 AM (IST) Oct 03
জঙ্গিপুরে পোস্টাল ব্যালটে গণনা শেষ

জঙ্গিপুরে পোস্টাল ব্যালটে গণনা শেষ। এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জাকির হোসেন। পোস্টাল ব্যালটে তাঁর প্রাপ্ত ভোট ১৭১৭।