সংক্ষিপ্ত

  • বেলেঘাটা আইডি হাসপাতালের কর্মী আবাসনে ফের করোনার থাবা 
  •   সূত্রের খবর, সম্প্রতি কর্মী আবাসনে ৭ জন করোনা আক্রান্ত হয় 
  • ফের আরও ৪ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের জীবাণু 
  •  কর্মী আবাসন এলাকাকে কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে 

বেলেঘাটা আইডি হাসপাতালের কর্মী আবাসনে ফের করোনার থাবা। একের পর এক আক্রান্ত হচ্ছে বেলেঘাটা আইডি হাসপাতালের কর্মী আবাসনের আবাসিকরা৷ নতুন করে ফের আরও ৪ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের জীবাণু৷ 

আরও পড়ুন, আমফানের দেড় সপ্তাহ পর ভয়াবহ ঘটনা বাঁশদ্রোণীতে, গাছ সরাতে গিয়ে বেরিয়ে এল দেহ


সূত্রের খবর, সম্প্রতি বেলেঘাটা আইডি হাসপাতালের কর্মী আবাসনে ৭ জন করোনা আক্রান্ত হয়৷ নুমনা পরীক্ষার পর আরও ৪ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের জীবাণু৷ এদের মধ্যে একজন হাসপাতালের কর্মী এবং অপর তিনজন পরিবারের সদস্য৷  এই পরিস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে, আপাতত আবাসনের কাউকে হাসপাতালের ওয়ার্ডের কোনও কাজ দেওয়া হবে না। অস্থায়ী কর্মী নিয়োগ করে সেই কাজ চালানো হবে। ইতিমধ্যেই কর্মী আবাসন এলাকাকে কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। এবিষয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য় দফতরও।

আরও পড়ুন, আমফানে বিকল ধাপার চুল্লি, রবিবারে সারিয়ে দাহকাজ শুরুর আশ্বাস কলকাতা পুরসভার

প্রসঙ্গত, সম্প্রতি বেলেঘাটা আইডি হাসপাতালের কর্মী আবাসনে তাদের পরিবারের ৭ সদস্য আক্রান্ত হন৷ সূত্রের খবর,বেলেঘাটা আইডি হাসপাতালের কর্মী আবাসনে করোনা পরীক্ষার পর ৭ জনের রিপোর্ট পজিটিভ আসে। তাদেরকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়৷ এর আগে বেলেঘাটা আইডি হাসপাতালের দুই স্বাস্থ্য কর্মী করোনা আক্রান্ত হন৷ তারা হাসপাতালের যে আবাসনে থাকতেন,সে দুটি আবাসনকে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ৷ ফলে আবাসনে ঢোকা ও বেরোনোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ 
 

 

রাজ্য়ে করোনা আক্রান্তের সংখ্য়া ছাড়াল ৫০০০, একদিনে আক্রান্ত ৩১৭ 

 করোনা মোকাবিলায় বড়সড় উদ্য়োগ, পরিষেবা বাড়াতে ৫০০ ডাক্তার-নার্স নিচ্ছে রাজ্য

করোনা আক্রান্ত বেলেঘাটা থানার আধিকারিক সহ পরিবারের ৬ সদস্য, আইডিতে এখন চিকিৎসধীন

দেহ রাখার জায়গা না থাকায় ডিপ ফ্রিজ বসছে মেডিকেলের মর্গে, মৃতদেহ 'ম্যানেজমেন্ট'-এ নিয়োগ অ্যাসিস্ট্যান্ট

কোভিড পজিটিভ হয়ে মৃত্য়ু প্রখ্যাত ইতিহাসবিদ হরিশঙ্কর বাসুদেবনের