টুইটারে ডেরেক লেখেন, "দিল্লিতে আমাকে একজন বলেছেন যে নতুন সিবিআই প্রধান শীর্ষ আধিকারিকদের খুব একটা লজ্জাজনক পদক্ষেপ করতে বারণ করেছেন। বিরোধীদের হেনস্থা করলে একটা দলের সুবিধা হবে। তাই হিম্যান (স্বরাষ্ট্রমন্ত্রী) নতুন ফন্দি এঁটেছেন। তিনি সব মামলা ইডির হাতে দিচ্ছেন। যে তাঁর কথা অক্ষরে অক্ষরে পালন করে।"

কয়লাকাণ্ডে সস্ত্রীক অভিষেককে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা নারুলাকে দিল্লিতে ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)। তা নিয়ে ইতিমধ্যেই বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার টুইটারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন। 

টুইটারে ডেরেক লেখেন, "দিল্লিতে আমাকে একজন বলেছেন যে নতুন সিবিআই প্রধান শীর্ষ আধিকারিকদের খুব একটা লজ্জাজনক পদক্ষেপ করতে বারণ করেছেন। বিরোধীদের হেনস্থা করলে একটা দলের সুবিধা হবে। তাই হিম্যান (স্বরাষ্ট্রমন্ত্রী) নতুন ফন্দি এঁটেছেন। তিনি সব মামলা ইডির হাতে দিচ্ছেন। যে তাঁর কথা অক্ষরে অক্ষরে পালন করে।"

Scroll to load tweet…

কয়লাকাণ্ডের সঙ্গে অভিষেকের নাম জড়িয়ে একুশের বিধানসভা নির্বাচনেই সুর চড়িয়েছিল বিজেপি। ভোটের প্রচারের সময় একাধিকবার 'ভাইপো'-র প্রসঙ্গ তুলেছিলেন তাঁরা। প্রচার মঞ্চ থেকে পাল্টা তার জবাবও দিয়েছিলেন অভিষেক। কিন্তু, ভোট মিটতে না মিটতেই এই মামলায় তৎপর হয়ে উঠেছে ইডি। সূত্রের খবর, ১ সেপ্টেম্বর হাজিরার জন্য রুজিরা নারুলাকে ডেকে পাঠিয়েছেন তদন্তকারীরা। আর ৬ সেপ্টেম্বর তলব করা হয়েছে অভিষেককে। 

আরও পড়ুন- কয়লাপাচার কাণ্ডে এবার সস্ত্রীক অভিষেককে তলব, দিল্লিতে ডেকে পাঠাল ED

আরও পড়ুন- সার্ভিস রিভলভার থেকে মাথায় গুলি, আত্মঘাতী জেলা ক্রিকেটের উজ্জ্বল তারকা

ইডি সূত্রে খবর, ইতিমধ্যেই অভিষেক এবং রুজিরার কাছে তলবের নোটিশ পৌঁছে গিয়েছে। যদিও এনিয়ে এখনও পর্যন্ত তাঁদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভোটের আগে বিজেপি যোগের পর শুভেন্দু তোপ দেগে বলেছিলেন, "যতদিন পর্যন্ত আমাদের সঙ্গে দিদি ছিল ততদিন সব ঠিক ছিল। কিন্তু দিদি যেই পিসি হয়ে গেল, তখন কেবলমাত্র ভাইপোকেই দেখে গিয়েছে। ভাইপোকে রক্ষা করে গিয়েছে এবং কীভাবে বাংলার মুখ্যমন্ত্রী করা যায়, সেই পরিকল্পনা নিয়েছে। আমাদের শুধু ল্যাম্পপোস্ট বানিয়ে রেখেছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। পিসি-ভাইপো কয়লা কেলেঙ্কারিতে সরাসরি জড়িত । ৯০০ কোটি টাকা ভাইপোর কাছে গিয়েছে।"

আরও পড়ুন- লক্ষ্য উপনির্বাচন, ৪দিনে ১ লক্ষ টিকাকরণের লক্ষ্যমাত্রা গোসাবায়

YouTube video player