সংক্ষিপ্ত

কলকাতার পৌরভোটে পুলিশের ভূমিকায় খুশি নয় বিরোধীরা। কলকাতা পুরনির্বাচনের নামে প্রহসন চলছে সেই অভিযোগ তুলে আধা সামরিক বাহিনী দিয়ে কলকাতা পৌরসভা নির্বাচনের পুনর্নির্বাচনের দাবিতে রবিবার দুপুরে রাস্তা অবরোধ করে বিজেপি।

রবিবাসরীয় সকালে শুরু হয়েছে কলকাতা পুরসভার (KMC Election) ভোটগ্রহণ। আর ভোটগ্রহণ শুরু হওয়ার পরই বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষিপ্ত অশান্তির (Sporadic Incidents) ছবি সামনে আসছে। বোমাবাজি (Bombing) থেকে শুরু করে বিভিন্ন বুথে বিরোধী প্রার্থীকে (Candidate) মারধর, কোথাও ভুয়ো ভোটার (Fake Voter), কোথাও ছাপ্পা ভোট সব একাধিক অভিযোগ সামনে এসেছে। এমনকী, বোমাবাজিতে জখম হয়েছেন এক যুবক। বিরোধী দলের এজেন্টকে বুথে বসতে বাধা দেওয়ার অভিযোগও তোলা হয়েছে। আর এই পরিস্থিতির পরও কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation Election) নির্বাচন চলছে শান্তিপূর্ণ ভাবেই চলছে বলে জানিয়েছেন যুগ্ম পুলিশ কমিশনার (Joint CP) (সদর) শুভঙ্কর সিনহা সরকার।

রবিবার দুপুরে কলকাতা পুলিশের তরফে সাংবাদিক বৈঠক করে জয়েন্ট সিপি বলেন, "সকাল থেকে কিছু ঘটনা ঘটেছে। দুটি বোমাবাজির ঘটনা ঘটেছে। সকালে ৯ টা ৪৫ মিনিট নাগাদ টাকি হাই স্কুলের সামনে বোমাবাজির ঘটনা ঘটেছে। সেখানে তিনজন জখম হয়েছেন। এই ঘটনায় ইতিমধ্যেই আমারা একজনকে গ্রেফতার করেছিল। সেখানে সঙ্গে সঙ্গে পুলিশ পৌঁছে যায়। তবে তার ফলে নির্বাচনী প্রক্রিয়ায় কোনও ব্যাঘাত ঘটেনি। পর্যাপ্ত পরিমাণ পুলিশ সেখানে রাখা হয়েছে। কারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের পরিচয় পেয়েছি শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করা হবে।" 

কলকাতার পৌরভোটে পুলিশের ভূমিকায় খুশি নয় বিরোধীরা। কলকাতা পুরনির্বাচনের নামে প্রহসন চলছে সেই অভিযোগ তুলে আধা সামরিক বাহিনী দিয়ে কলকাতা পৌরসভা নির্বাচনের পুনর্নির্বাচনের দাবিতে রবিবার দুপুরে রাস্তা অবরোধ করে বিজেপি। এছাড়া পুরভোটে অশান্তির জেরে বড়তলা থানার সামনে একসঙ্গে বিক্ষোভে বসে বাম-কংগ্রেস-বিজেপি। এই ঘটনা প্রসঙ্গে যুগ্ম কমিশনার বলেন, "কিছু অভিযোগ আমরাও পেয়েছি। নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় রাখা হচ্ছে। প্রতিটি অভিযোগের দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি যায়গায় যে সিনিয়র আধিকারিকরা রয়েছেন, তাঁরা নিজেরাই প্রতিটি অভিযোগ হ্যান্ডেল করেছেন। এখনও পর্যন্ত তেমন বিরাট কোনও ঝামেলার খবর নেই। মোটের উপর শান্তিপূর্ণ ভোট হচ্ছে। কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। তবে যেখান থেকেই আমরা অভিযোগ পেয়েছি সেগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। বাকি জায়গায় ভোট শান্তিপূর্ণ হচ্ছে।"

এদিকে কলকাতা পুর ভোটে তৃণমূলের সন্ত্রাসের প্রতিবাদে বালুরঘাটে রবিবার দুপুরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি নেতৃত্ব। বালুরঘাট হিলি মোড়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে পথ অবরোধ শুরু হয়। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "সকাল থেকে কলকাতা পৌর ভোট নিয়ে যেভাবে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল তার প্রতিবাদের এদিন রাজ্যজুড়ে পথ অবরোধ কর্মসূচি নিয়েছে বিজেপি। সকাল থেকেই বিজেপি এজেন্ট ও প্রার্থীদের ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। এলাকায় এলাকায় বিজেপি কর্মীদের মারধর করা হচ্ছে সিসিটিভি ঢেকে ভোট লুট করা হচ্ছে। বিজেপির মহিলা প্রার্থীকে শ্লীলতাহানি করা হচ্ছে প্রকাশ্যে। এসবের প্রতিবাদেই এদিনের পথ অবরোধ করা হচ্ছে।"