Asianet News BanglaAsianet News Bangla

বিসর্জনের আগেই সল্টলেকে ভস্মীভূত পুজো মণ্ডপ, আগুন লাগার কারণ নিয়ে ধোঁয়াশা

  • বিসর্জনের আগে পুজো মণ্ডপে আগুন
  • বুধবার সকালে মণ্ডপে আগুন দেখতে পান স্থানীয়রা
  • বিসর্জনের আগে মণ্ডপের সিসিটিভি খোলা ছিল
  • কীভাবে আগুন লাগল, তার কারন নিয়ে ধোঁয়াশা
Massive fire broke out at Dura Puja Pandal at Saltake ASB
Author
Kolkata, First Published Oct 28, 2020, 10:53 AM IST

বিসর্জনের আগেই আগুনে পুড়ে ছাই হয়ে গেল সল্টলেকের একটি পুজো মণ্ডপ। কী কারনে পুজো মণ্ডপে আগুন লাগল তা নিয়ে ধোঁয়াশায় পুজো উদ্যোক্তারা। পুজো শেষে সিসিটিভি খুলে দেওয়া হয়। এই অবস্থায় কীভাবে পুজো মণ্ডপে আগুন লাগল, তা নিয়ে ধোঁয়াশায় পুজো উদ্যোক্তারা।

আরও পড়ুন-বিহারে প্রথম দফার ভোটের আগে মোদির ট্যুইট, ভোট গ্রহণে করোনা বিধি মেনে চলার বার্তা

ঘটনাটি ঘটেছে সল্টলেকের এফডি ব্লকে। পুজোর শেষে মঙ্গলবারের পরিবর্তে বুধবার প্রতিমা বিসর্জনের সিদ্ধান্ত নিয়েছিলেন পুজো উদ্যোক্তারা। সেই মতো বিসর্জনের যাবতীয় প্রস্তুতিও সেরে ফেলা হয়েছিল। কিন্তু বুধবার সকালেই পুজো মণ্ডপ দাউ দাউ করে জ্বলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন। ঘটনাস্থল পরিদর্শন করেন দমকলমন্ত্রী সুজিত বসুও।

আরও পড়ুন-অমানবিক স্কুল শিক্ষক, বাড়ির বারান্দায় বিশ্রামরত ভ্য়ান চালককে পিটিয়ে খুন

মঙ্গলবার একাদশী থাকায় প্রতিমা বিসর্জন করেননি পুজো উদ্যোক্তারা। সেই মতো বুধবার প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু তার আগেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় ওই পুজো মণ্ডপটি। ঘটনার জেরে হতবাক স্থানীয় বাসিন্দারা। কী কারনে এই দুর্ঘটনা তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। মণ্ডপের সিসিটিও খুলে দেওয়া হয়েছে। তাই বোঝার উপায় নেই কী কারনে আগুন লেগেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
 

Follow Us:
Download App:
  • android
  • ios