সংক্ষিপ্ত

  • সময়ের সঙ্গে ঘটে চলে একের পর এক নিউজ
  • তার মধ্য়ে থেকেও বেছে আনা কিছু খবর
  • সময়ে সময়ে যার আপডেট পাবেন আপনি
  •  তাই কলকাতাকে জানতে খবরে থাকুন,খবর রাখুন
     

রাজনীতি থেকে অপরাধ, মানুষের সুখ,দুঃখের খবর থেকে আরও রকমারি ঘটনা- সময়ের সঙ্গে ঘটে চলে একের পর এক নিউজ। তার মধ্য়ে থেকেও বেছে আনা কিছু খবর। সময়ে সময়ে যার আপডেট পাবেন আপনি। তাই কলকাতাকে জানতে খবরে থাকুন,খবর রাখুন। 

১)  আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, শনিবারে শুধু উপকূলের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। যার জেরে রবিবার ও সোমবার বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে। জম্মু-কাশ্মীরের উপর একটি পশ্চিমী ঝঞ্জা অবস্থান করছে।   রাত পেরোলেই চাবুক মারবে পারদ, উপকূলের জেলাগুলিতে তুমুল ঝড়-বৃষ্টির সম্ভাবনা

 

 

২) করোনা রুখতে সরাসরি মুখ্য়মন্ত্রীর পদক্ষেপের বিরোধিতা করলেন বিজেপির রাজ্য় সভাপতি । দিলীপ ঘোষের অভিযোগ ,করোনায় মৃত্যু নিয়ে আগের মতো রাজনীতি করছেন মুখ্য়মন্ত্রী। সারা দেশে যেখানে করোনা সংক্রমণে মৃত্যুর হার ৩ শতাংশের নীচে। বাংলায় ইতিমধ্য়েই সেই হার পৌঁছে গিয়েছে ২৫ শতাংশের ওপরে। যা কখোনোই কাম্য নয়। সেসব দিকে না তাকিয়ে সস্তা প্রচার পাওয়ার জন্য় ছুটছেন মুখ্যমন্ত্রী। দেশে করোনায় মৃত্যুর হার ৩ শতাংশ, বাংলায় ২৫ শতাংশ বলছেন দিলীপ. 

 

 

৩) রাজ্য়ে  করোনায় আক্রান্ত হলেন এই প্রথম কোনও নার্স।  পরিবারকে কোয়ারেনটাইনে থাকার নির্দেশ স্বাস্থ্য দফতরের। একটি বেসরকারি নার্সিংহোমে বর্তমানে চিকিৎসাধীন ওই নার্স। অনুমান, করোনা রোগীর সেবা করতে গিয়ে তিনি আক্রান্ত হয়েছেন। রাজ্য়ে করোনায় আক্রান্ত এবার এক নার্স, পরিবারকে কোয়ারেনটাইনে থাকার নির্দেশ স্বাস্থ্য দফতরের

 

 

৪)  এবার করোনা আতঙ্কেও উঠে এল হিন্দু-মুসলিম 'বিদ্বেষ'। খোদ বিজেপির রাজ্য় সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য়ে শুরু হয়েছে জোর বিতর্ক। সম্প্রতিএক সভায় দিলীপবাবু বলেন, যারা আল্লার ভরসায় রয়েছেন, তাঁরাই আক্রান্ত হচ্ছেন। আল্লার ভরসায় থাকলেই আক্রান্ত হচ্ছেন,করোনার জন্য় 'মুসলিমদের' দায়ী করলেন দিলীপ

 

 

 ৫)  করোনা সংক্রমণ রুখতে রাজ্য জুড়ে চলছে লকডাউন। স্কুল বন্ধ থাকলেও পড়াশোনা সচল রাখতে চায় রাজ্য। এবার তাই   টিভি চ্যানেলে ক্লাস করাতে চায় শিক্ষা দফতর। 
মুখ্যমন্ত্রীর অনুমোদন পেলেই পরের ধাপে এগোবে শিক্ষা দফতর। আরও পড়ুুন, লকডাউনে পড়ুয়ারা পড়বে এবার টিভির সামনে বসে, চ্যানেলেই ক্লাস নেওয়ার পরিকল্পনা রাজ্যের

 

 

৬)  করোনার  জেরে দুর্গাপুজোর বাজেটে বড়সড় কোপ। বাজেটা কমছে কলকাতার বহু হাই প্রোফাইল পুজোর। কর্পোরেট বিজ্ঞাপন এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। 'ফোরাম ফর দুর্গোৎসব'-র তরফে এমন তথ্য দেওয়া হয়েছে।  করোনার জের, চলতি বছরে বড়সড় কোপ কলকাতার সেরা দুর্গাপুজোর বাজেটেও

 

 

৭)  গত পঞ্চাশ বছরে যা হয়নি, এবার তা-ই হতে চলেছে। পয়লা বৈশাখে এবার বইপাড়ায় দেখা যাবে না লেখক  আর পাঠকদের আড্ডা। লকডাউনের কারণে খাঁ-খাঁ করবে গোটা কলেজ স্ট্রিট। নজিরবিহীন, পয়লা বৈশাখে এবার আর লেখকে-পাঠকে দেখা হবে না বই পাড়ায়, বেরোবে না নতুন বই

 

 

৮) কলকাতা মেডিক্যাল কলেজের পাশেই রয়েছে  কেন্দ্রীয় স্বাস্থ্য় সংস্থা। যাঁদের কাজের মূল বিষয়ই হল, যে কোনও মহামারির মোকাবিলা। রাজ্য়ের জরুরি পরিস্থিতিতেও এই সংস্থাকে ব্রাত্য রাখার অভিযোগ। কেন্দ্র টাকা পাঠায়নি- ভাঁড়ার শূন্য,বলেন রাজ্যের স্বাস্থ্য-অধিকর্তা। পাঁচিল টপকালেই ভাইরাস এক্সপার্ট সেন্টার, তবুও মুখ ফিরিয়ে মেডিক্য়াল কলেজ

 

 

৯) লকডাউনের জেরে পুরো 'ব্যবসা' বন্ধ সোনাগাছিতে। আর্থিক টানাপোড়েনের মুখে সোনাগাছির যৌনকর্মীরা। খাওয়ার জন্য চাল-ডাল কিনতে পারছেন না অনেকেই।  এই পরিস্থিতিতে আর্থিক সাহায্যের দাবি করলেন যৌন কর্মীরা। লকডাউনে তালা পড়ে গেছে রেড লাইট এরিয়ায়, ত্রাণ চেয়ে আর্জি দেহ পসারিণীদের

 

 

 

১০) বাংলার চিন্তা বাড়াচ্ছে দিল্লির ধর্মীয় সমাবেশ। গতকালই দিল্লির নিজামুদ্দিনে অংশগ্রহণকারী ৫৪ জনকে চিহ্নিত করেছিল রাজ্য় সরকার।   দিল্লির নিজামুদ্দিনের সমাবেশ চিন্তা বাড়াচ্ছে বাংলার, হজ হাউসে আনা হল ৭৬ জনকে