সংক্ষিপ্ত
- সকাল থেকেই মুখ ভার শহরের
- কলকাতার আকাশ জুড়ে মেঘের ঘনঘটা
- বেলা বাড়লেও দেখা মেলেনি সূর্যের
- বুধবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে
ফাল্গুনের প্রথমার্ধ্বে ফের বৃষ্টিতে ভিজতে চলেছে রাজ্য। বিহার ও ঝাখণ্ডের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বলে জানিয়েছিল হাওয়া অফিস। যার জেরে একটি পশ্চিমী ঝঞ্ঝার সৃষ্টি হয়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগরের উপর বিপরতী ঘূর্ণাবর্তের ফলে আর্দ্র বাতাস ঢুকছে স্থলভাগে। এই দুইয়ের সংযোগেই বসন্তের শুরুতে বৃষ্টিতে ভিজতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ, এমন পূর্বাভাসই দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন: ট্রাম্পের সফরে চাপ বাড়ছে পাকিস্তানের, বাণিজ্য চুক্তি না হলেও ফায়দা ভারতের
সেই পূর্বাভাস সত্যি হল সোমবার সকাল থেকেই। এদিন সকাল থেকেই কালো মেঘ ঘনিয়ে এসেছে শহরের আকাশে। আগামী দুদিন অর্থাৎ ২৬ তারিখ পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। সিকিম সহ উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যজুড়েই।
আরও পড়ুন: চাপ কাটাতে জুম্বা নাচছে পুলিশ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ভিডিও
সপ্তাহের শুরুতে সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি উপরে। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াসল,যা স্বাভাবিক বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৪ থেকে ৯৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কোনও বৃষ্টি হয়নি কলকাতায়।