শীতে ফেসপ্য়াক বানান অ্যাভোকাডো দিয়ে, একবার ব্যবহারে ত্বক হবে উজ্জ্বল, থাকবে না কোনও দাগশীতকালে ত্বকের যত্নে অ্যাভোকাডোর ঘরোয়া প্যাক ব্যবহার করুন। অ্যাভোকাডোর সাথে অলিভ অয়েল, হলুদ, দই, ওটস, মধু, লেবুর রস এবং কলা মিশিয়ে বিভিন্ন প্যাক তৈরি করে ত্বক উজ্জ্বল এবং দাগমুক্ত করুন।