সংক্ষিপ্ত
২২ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি চলেছে এই ফ্যাশন উইক। এবছর মিলান ফ্যাশন উইকে (Milan Fashion Week) নজর কাড়ল দুটি সংস্থা। এর তালিকায় রয়েছে গুচি (Gucci)। ইতালির এই ব্র্যান্ড মিলিত হল অ্যাডিডাসের (Adidas) সঙ্গে।
সম্প্রতি, শেষ হল মিলান ফ্যাশন উইক (Milan Fashion Week)। একাধিক ব্র্যান্ড তাদের নিত্য নতুন সম্ভার নিয়ে হাজির হয়েছিল মিলান ফ্যাশন উইকে। বিশ্বের বিভিন্ন নামী নামী ফ্যাশন ব্র্যান্ড (Fashion Brand) তাদের নতুন নতুন উৎপাদন প্রদর্শন করেন এই ফ্যাশন উইকে। ২২ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি চলেছে এই ফ্যাশন উইক। এবছর মিলান ফ্যাশন উইকে (Milan Fashion Week) নজর কাড়ল দুটি সংস্থা। এর তালিকায় রয়েছে গুচি (Gucci)। ইতালির এই ব্র্যান্ড মিলিত হল অ্যাডিডাসের (Adidas) সঙ্গে।
গুচি ও অ্যাডিডাসের নতুন প্রচেষ্টা সকলের নজর কাড়ল। স্পোর্টস ব্র্যান্ড (Sports Brand) অ্যাডিডাসের সঙ্গে যুক্ত হয় ফ্যাশন দুনিয়াকে সমৃদ্ধ করল গুচি। মঞ্চে চমক দিল এই সংস্থা। মডেলদের দেখা গেল জগিং স্যুটের সঙ্গে হিল জুতো পরতে, কেউ তো আবার কোটের সঙ্গে টিমআপ করলেন গুচির স্লিং ব্যাগ (Sling Bags)। মডেলদের এহেন সাজ নজর কেড়েছে সকলের। এই প্রসঙ্গে মিশেল এইড বলেন, ‘এটি একটি পরীক্ষা। যা কারও কাছে সহজ মনে হতে পারে। কিন্তু, এটি অত্যন্ত শক্তিশালী ছিল।’
গুচি (Gucci) ইতালির একটি ব্র্যান্ড। ১৯২১ সালে ফ্লোরেন্সে প্রতিষ্ঠিত হয় এই ব্র্যান্ডটি। অ্যালোড গুচির নির্দেশনায় এটি বিশ্বব্যাপী পরিচিত ব্র্যান্ড হয়ে ওঠে। ২০১৪ সাল থেকে গুচির সিইও আছেন মার্কো বিজারি। এবং ২০১৫ সাল থেকে এই সংস্থার কিয়েটিভ ডিরেক্টর আলেসান্দ্রো মিশেল। ক্রেতাদের কথা মাথায় রেখে সব সময়ই তারা নিত্য নতুন উৎপাদ করে থাকে। তা ক্রেতাদের উপহার দিয়ে থাকে।
অন্যদিকে অ্যাডিডাস (Adidas) হল খেলাধুলোর সামগ্রী প্রস্তুতকারী জার্মান সংস্থা। এটি ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়। এই কোম্পানির নামকরণ করা হয়েছিল মালিক আডলফ ডাসলারের নাম অনুসারে। স্পোর্টস সু, খেলোয়াড়দের পোশাক ও নানা রকম ক্রীড়া সামগ্রী তৈরি করে এই সংস্থা। বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে রয়েছে এই সংস্থর শো রুম।
এবছর মিলান ফ্যাশন উইকে গুচি ও অ্যাডিডাসের এই যৌথ প্রচেষ্টা নজর কেড়েছে সকলের। তেমনই প্রশংসিত হয়েছে সকল বিশেষজ্ঞদের মুখে। এবছর মিলান ফ্যাশন উইকে (Milan Fashion Week) উপস্থিত ছিল বিভিন্ন নামী ব্র্যান্ড। এই তালিকায় ছিল ভার্সেস, ডিজেল, মোশিনো, মিসোনি, বোতেগা ভেনেটা-র মতো ব্র্যান্ডগুলো। প্রতিটি ব্র্যান্ডই উপস্থিত ছিল তাদের নিত্য নতুন সম্ভার নিয়ে। যা সকলের নজর কেড়েছে।
আরও পড়ুন- 'মা আমার ভয় লাগছে', ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে মৃত্যুর আগে আর কী লিখেছিলেন রুশ সেনা
আরও পড়ুুন- এই কয়টি লক্ষণ দেখলে বুঝবেন স্ত্রী তৃতীয় ব্যক্তির প্রতি আশক্ত, জেনে নিন কী কী
আরও পড়ুন- ট্যান দূর করতে মেনে চলুন ঘরোয়া টোটকা, রইল পাঁচটি ফেসপ্যাকের হদিশ