- Home
- Lifestyle
- Health
- জীবনদায়ী ওষুধেই বিষ! কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রণ সংস্থার পরীক্ষায় ফেল ১৪৫টি ওষুধ থেকে সাবধান
জীবনদায়ী ওষুধেই বিষ! কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রণ সংস্থার পরীক্ষায় ফেল ১৪৫টি ওষুধ থেকে সাবধান
জীবনদায়ী ওষুধেই লুকিয়ে বিষ। কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা সিডিএসসি-র পরীক্ষায় ফেল ১৪৫টি ওষুধ।

জীবনদায়ী ওষুধেই বিষ
জীবনদায়ী ওষুধেই লুকিয়ে বিষ। কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা সিডিএসসি-র পরীক্ষায় ফেল ১৪৫টি ওষুধ।
বহুব্যবহৃত ওষুধ থেকে সাবধান
ফেল করা ওষুধের তলিকায় রয়েছে বহুব্যবহৃত ওষুধ প্যারাসিটামল, অ্যামেক্সিলিন-নরফ্লকসোনিন।
পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের ওষুধ
এই ফেল করার তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের রিঙ্গার্স ল্যাকটেট।
পরীক্ষাকেন্দ্র
পরীকেন্দ্র ছিল কর্ণাটক স্টেট ল্যাবে।
রিপোর্টে উল্লেখ
কর্ণাটক টেস্ট ল্যব জানিয়েছে, ওষুধের ব্যাচগুলি জীবাণুমুক্ত নয়। রিপোর্টে আরও বলা হয়েছে , ওষুধগুলি প্রত্যাশিত গুণমানের নয়।
রিপোর্টে উল্লেখ
এই ১৪৫টি ওষুধের মধ্যে ৯৩টি প্রত্যাশিত গুণমানের নয় চিহ্নিত হয়েছে বিভিন্ন রাজ্যের ল্যাবে। আর বাকি ৫২টি ওষুধ পরীক্ষা করা হয়েছে বিভিন্ন কেন্দ্রীয় পরীক্ষাগারে।
ওষুধের পরীক্ষা
বিভিন্ন রোগের মোকাবিলায় বাজারে বাজারে যেসব ওষুধ বিত্রি করা হয় নিয়মিত তা পরীক্ষা করে কেন্দ্রীয় সংস্থা সিডিএসসি। তাতেই দেখা গিয়েছে জ্বর-গ্য়াস-ব্যাথার একাধিক ওষুধ পরীক্ষায় পাশ করতে পারেনি।
ওষুধের তালিকা
প্যারাসিটামল ৬৫০, অ্যামোক্সিলিন, সেট্রিজিন, নরফ্লোক্সোসিনের মতো বহুল ব্যবহৃত ওষুধ। এছাড়াও রয়েছে অন্ডেম, প্যান্টোপ্রাজল গ্রুপের একাধিক ওষুধের ব্যাচ। এমনকী, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের রিঙ্গার্স ল্যাকটেটের ১৬টি ব্যাচের নামও রয়েছে তালিকায়। বলা হয়েছে, এগুলো জীবাণুমুক্ত নয়।
গতবছরও ফেল
গত বছরের সেপ্টেম্বর মাসে সিডিএসসিও-র গুণগত মানের পরীক্ষায় ব্যর্থ হয়েছিল ৫৩টি ওষুধ। সেখানেও ছিল প্যারাসিটামল, ক্ল্যাভাম ৬২৫ মত পরিচিত অ্যান্টিবায়োটিক।
প্রশ্ন উঠছে
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বহুল জনপ্রিয় সব ওষুধ যদি গুণগত মানের পরীক্ষায় ব্যর্থ হয় তাহলে সাধারণ মানুষের স্বাস্থ্য ঠিক কতখানি নিরাপদ?

