Health Tips For Weight Loss: জিম-ব্য়ায়াম কোনও কিছু করেই ওজন ঝরাতে পারছেন না? আপনার জন্য রইল ওজন ঝরানোর সেরা টিপস। বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন… 

Health Tips For Weight Loss: শরীরের অতিরিক্ত মেদ ঝরিয়ে সুঠাম চেহারা কে না চাই বলুন? তবে বললেই কী আর ওজন কমে যাবে? ওজন কমানোর কথা মুখে বলা যতটা সোজা কাজে করে দেখানো ততটাই কঠিন। তবে অতিরিক্ত ওজন শরীরের পক্ষে মোটেও ভালো নয়৷ এতে শরীরে নানা রোগব্যাধি বাসা বাঁধে তেমনই কাজকর্ম করার ক্ষমতা কমে আসে। অতিরিক্ত মেদযুক্ত মানুষ নানা জটিল রোগে ভোগেন আর ঘন ঘন অসুস্থ হয়ে পড়েন। যা মোটেও কাম্য নয়। তাই ওজন নিয়ন্ত্রণে রাখা জরুরি।

আর এই ওজন নিয়ন্ত্রণে রাখতে আমাদের কম বেশি সবাই শরীরচর্চা, যোগা, সাইকেলিং বা সাঁতার কাটার পরামর্শ দিয়ে থাকেন। শরীর স্বাস্থ্যকে ভালো রাখতে এগুলি অবশ্যই জরুরি। আমাদের দেহের রক্ত সঞ্চালন, পেশির বৃদ্ধি বা যেকোনও ব্যাথা যন্ত্রণা থেকে মুক্তি পেতে চিকিৎসকেরাও অব্যর্থ ওষুধ হিসেবে ব্যায়াম করার পরামর্শ দিয়ে থাকেন। তবে সারাদিন শুধু শরীরচর্চা, যোগা এইসব করে গেলাম আর আমার ওজন এক সপ্তাহে ১০ কেজি কমে যাবে এটা ভাবা নিতান্তই বোকামো। বাস্তবে শরীরের ওজন হ্রাস করতে চাইলে নিয়মিত ব্যায়ামের পাশাপাশি প্রতিদিন এমন কিছু খাবার গ্রহণ করতে হবে যেগুলি আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে আপনাকে সুস্থ রাখবে। প্রতিদিন শরীরচর্চা না করতে পারলেও আপনার অতিরিক্ত ওজন হ্রাসে সাহায্য করবে।

আর সেক্ষেত্রে আপনার ডায়েট চার্টে অন্যান্য সুষম খাবারের পাশাপাশি এবার থেকে রাখতে পারেন আপেল সিডার ভিনিগার। এটি একটি ফার্মেন্টেড জুস। যাতে রয়েছে ভিটামিন সি, অ্যাসেটিক অ্যাসিড এবং ভিটামিন বি। যা শরীরের অতিরিক্ত মেদ ঝরাতে সাহায্য করে।

এই আপেল সিডার ভিনিগারের উপকারিতাগুলি হল....

1. ত্বক ভালো রাখতে নিয়মিত পান করুন এই আপেল সিডার ভিনিগার। এটি ত্বকের পিএইচ এর মাত্রা বজায় রাখে। অতিরিক্ত ঘামের ফলে শরীরের দুর্গন্ধ দূর করে এবং এক্সিমার মতো রোগকে প্রতিহত করে।

2. কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে। আপেল সিডার ভিনিগার শরীরের কোলেস্টেরল নিয়ন্ত্রণে করে। দেহের খারাপ কোলেস্টেরলের মাত্রা হ্রাস করে। উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে।

3. টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের জন্য আপেল সিডার ভিনিগার জুস ভীষণ উপকারী। এটি রক্তে ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে।

4. এই জুস মহিলাদের রক্ত পরিস্কার করে এবং পলিসিস্টিক ডিম্বাশয় সিন্ড্রোমকে উন্নত করে তোলে। হরমোন জনিত সমস্যা দূর করে।

5. আপেল সিডার ভিনিগার শরীরের ক্ষতিকারক ভাইরাস এবং ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে। শুধু তাই নয় এই জুস জলের সঙ্গে এক চামচ মিশিয়ে খেলে অতিরিক্ত মেদ ঝরাতে সাহায্য করে এবং অনেকক্ষন পেট ভরতি রাখতে সাহায্য করে।

তবে কোনও কিছুই অতিরিক্ত ভালো নয়। সুতরাং প্রতিদিন এটি পান করুন। কিন্তু ১০ থেকে ৩০ মিলির বেশি নয়৷ এছাড়াও স্যালাডের সঙ্গে কয়েক ফোঁটা মিশিয়েও খেতে পারেন এই আপেল সিডার ভিনিগার। ফল পাবেন হাতেনাতে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।