সংক্ষিপ্ত

চিকিৎসকরা জানিয়েছেন যে , বিগত কয়েক বছর ধরেই মহিলাদের মধ্যে স্তনের মাপ ছোট করার চাহিদা বেড়ে গেছে। বিদেশের তুলনায় ভারতীয় মহিলাদের মধ্যেই স্তন ছোট করানোর চাহিদা বেশি।

সুন্দর সুডৌল স্তন নারী-শরীরের এক আকর্ষণীয় সৌন্দর্য্য। স্তনের গভীরতা এবং শরীরী বাঁক নারীদের দেহে এক শৈল্পিক মাত্রা যোগ করে। পুরুষদের চোখে আকর্ষণীয় হয়ে ওঠার জন্যেও সারা বিশ্ব জুড়ে কোটি কোটি মহিলা নিজের স্তনের আকার- আয়তনে বিভিন্ন রকমের কৃত্রিম পরিবর্তন নিয়ে আসেন। কিন্তু, হিসাব বলছে যে, স্তন বড় করার পাশাপাশি অতিরিক্ত বড় স্তনগুলিকে ছোট করে তোলাও ধীরে ধীরে মহিলাদের সৌন্দর্য্যায়নের চাহিদা হয়ে উঠছে। 



সম্প্রতি ভারতীয় মহিলাদের নিয়ে করা একটা সমীক্ষায় দেখা গেছে যে, ২০২১ সালে প্রায় ৩২ হাজার জন মহিলা স্তন প্রতিস্থাপন করিয়েছেন, অর্থাৎ স্তন বড় করাতে চেয়েছেন। আবার উলটোদিকে, প্রায় ১৫ হাজার জন মহিলা স্তনের আকার ছোট করানোর জন্যেও অস্ত্রোপচার করিয়েছেন। সমীক্ষায় দেখা গিয়েছে প্রায় ১২ হাজার জন মহিলা নিজেদের স্তনগুলিকে সঠিক গঠনে নিয়ে আসার জন্যে স্তন ছোট করার অস্ত্রোপচার করিয়েছেন। এই অস্ত্রোপচারের দ্বারা স্তনের ভিতরের টিস্যুগুলিকে সংকুচিত করা হয়, ফলে বড় স্তনের গঠন সার্বিক ভাবে ছোট হয়ে আসে। 

-

চিকিৎসকরা জানিয়েছেন যে , বিগত কয়েক বছর ধরেই মহিলাদের মধ্যে স্তনের মাপ ছোট করার চাহিদা বেড়ে গেছে। বিদেশের তুলনায় ভারতীয় মহিলাদের মধ্যেই স্তন ছোট করানোর চাহিদা বেশি। স্তনের আকার অত্যধিক বড় হয়ে গেলে মহিলাদের পিঠে ও ঘাড়ে ব্যথার সমস্যা শুরু হয়। অন্যদিকে, তাঁদের চোখে সৌন্দর্য্যের ক্ষেত্রেও বড় স্তন দেখতে খারাপ লাগে। সে ক্ষেত্রে , স্তনের আকার ঠিক দেখানোর জন্য তাঁদের আঁটসাঁট অন্তর্বাস পরতে হয়, এই কারণে ত্বকের উপর কালশিটে দাগ, এমনকি আলসারও দেখা যায়। হাঁটা-চলা, দৌড়নো, এমনকি ঘুমনোর ক্ষেত্রেও বড় স্তন অনেকের অসুবিধার কারণ হয়ে ওঠে। 



-
চিকিৎসকদের মতে, স্তন ছোট করানোর অস্ত্রোপচারের জন্য প্রায় দেড় লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে। কোনও স্বাস্থ্যবিমাই এই খরচ বহন করে না, তাই সম্পূর্ণ খরচটাই নিজেদের ব্যক্তিগত খরচে করতে হয়। সৌন্দর্য বাড়ানোর জন্য যেমন অনেকে এই অস্ত্রোপচার করাচ্ছেন, তেমনই অনেকে শারীরিক বাধা কাটানোর জন্য স্তন ছোট করাচ্ছেন বলে দেখা যাচ্ছে।