দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা কম খরচে ও সময়ে এইডস শনাক্তকরণের নতুন পদ্ধতি আবিষ্কার করেছেন। প্লাজমা কার্ডে রক্তের ফোঁটা সংরক্ষণ করে নতুন যন্ত্রে পরীক্ষা করা হবে, যা রোগীদের হাসপাতালে দীর্ঘক্ষণ অপেক্ষা থেকে মুক্তি দেবে।
এড্সের মতো মারণরোগ, যা তিলে তিলে শেষ করে দেয় রোগীকে। ওষুধ, ইঞ্জেকশন-সহ নানা রকম পদ্ধতি নিয়ে পূর্ণ প্রতিকারের জন্য গবেষণা চালাচ্ছে বিজ্ঞানীমহল। তবে রোগের চিকিৎসার আগেও জরুরি নির্ভুলভাবে রোগ নির্ধারণ করা। দক্ষিণ আফ্রিকার একদল বিজ্ঞানী গবেষণা করে এমন এক পদ্ধতির আবিষ্কার করেছেন, যা দিয়ে কম সময়ে ও বিশেষ করে কম খরচে নির্ভুল ভাবে এইডস ।
দক্ষিণ আফ্রিকার টাফ্টস ইউনিভার্সিটির বিজ্ঞানীরা প্লাজমা কার্ডে রক্তের ফোঁটা সংরক্ষণ করে রেখে চিকিৎসকেরা সময় নিয়ে নতুন যন্ত্রে নতুন পদ্ধতিতে খুঁটিয়ে পরীক্ষা করতে পারবেন। ফলে রোগীদের বাড় বাড় হাসপাতালে এসে হাজিরা বা রিপোর্টের জন্য অনেকক্ষণ অপেক্ষায় থাকতে হবে na। এই পদ্ধতিতে কম খরচে কম সময়ে নির্ভুল নির্ধারণ সম্ভাব। এমনকি HIV ভাইরাসের মিউটেশন বা রাসায়নিক বদল হচ্ছে কিনা, তাও বোঝা যাবে এই পদ্ধতিতে। তবে বিশ্বজুড়ে বিজ্ঞানীরা পরীক্ষা সিগালিয়ে গেলেও এখনও পর্যন্ত এই রোগ সম্পূর্ণ নিরাময়ের কোনো চিকিৎসা পদ্ধতি আবিষ্কার হয়নি।
প্রথম পর্যায়ে শনাক্তকরণ :
এইডস বা হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস (HIV) ইমিউন সিস্টেমকে আক্রমণ করে, যা ব্যক্তিদের বিভিন্ন সংক্রমণ জনিত এবং দীর্ঘ মেয়াদি রোগের ঝুঁকি বাড়ায়।এইচআইভির প্রাথমিক সনাক্তকরণ এইডসের বৃদ্ধি রোধে কাজ করে। নিয়মিত পরীক্ষা এবং দ্রুত চিকিৎসা ব্যক্তিদের দীর্ঘ ও স্বাস্থ্যকর জীবনযাপন করতে সাহায্য করবে। যারা ঝুঁকিপূর্ণ অবস্থায়ে জড়িত বা একাধিক যৌন সঙ্গী আছে তাদের নিয়মিত পরীক্ষা করা উচিত।
