কথা বলতে গেলেই মুখ থেকে বের হচ্ছে দুর্গন্ধ! জানুন হতে পারে কোন কোন রোগের উপসর্গ
প্রতিদিন দুই থেকে তিনবার দাঁত ব্রাশ করছেন তারপরও মুখ থেকে দুর্গন্ধ কমছে না? হতে পারে এটা কোনও বড় রোগের লক্ষণ নয় তো! মুখের দুর্গন্ধকে অবহেলা করে নিজের অজান্তে ডেকে আনছেন না তো কোনও বিপদ? তাহলে আজই সাবধান হোন। জানুন কোন কোন কারণে মুখে গন্ধ হতে পারে…..
- FB
- TW
- Linkdin
)
মুখের দুর্গন্ধে বাসা বাঁধছে রোগ
দাঁতের কোনও সমস্যা থাকলে যেমন দাঁতের গোড়া ও মাড়ি থেকে রক্তপাত হয়, জিভ কিংবা মুখের ভিতর কোনও রকম সংক্রমণ হলে তেমনই মুখে দুর্গন্ধ হয়। তাই খাওয়ার পর ঠিক মতো মুখ না ধুলে, পর্যাপ্ত জল না খেলেও মুখ থেকে দুর্গন্ধ বের হয়। তাই সব সময় খাবার খাওয়ার পর ভালো করে মুখের ভিতর পরিস্কার করুন।
মুখে দুর্গন্ধ জটিল রোগের ইঙ্গিত
অনেক সময় মুখে দুর্গন্ধ থাকলে সেটিকে ভুলভাল খাবার খাওয়া বা সাধারণ বিষয় বলে এড়িয়ে যায় আমরা। কিন্তু অনেক সময় কঠিন অসুখের ইঙ্গিত দিতে পারে এই উপসর্গ। শুধু তা-ই নয়, পেট ও লিভারের সমস্যা থাকলেও মুখে দুর্গন্ধ হতে পারে বলে জানাচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
মুখের দুর্গন্ধে কথা বলতে গিয়ে অস্বস্তি
হঠাৎ করে কথা বলতে গেলে সামনে থেকে দূরে সরে যাচ্ছেন মানুষ? এমনটা এক দিন নয়, রোজ রোজ হচ্ছে? এর কারণ হতে পারে মুখের দুর্গন্ধ। তাহলে বিষয়টি নিয়ে আজই সতর্ক হোন। পরামর্শ নিন অভিজ্ঞ দন্ত চিকিৎসকের।
হ্যালিটোসিস রোগের উপসর্গ
দাঁতের সমস্যা এবং মুখে ব্যাকটেরিয়ার উপস্থিতির কারণে মুখে দুর্গন্ধ হতে পারে। যা ডাক্তারি ভাষায় ‘হ্যালিটোসিস’ নামে পরিচিত। কম জল পান, পেটের সমস্যা, কোষ্ঠকাঠিন্য, কিংবা ঘুমের সময় মুখ দিয়ে শ্বাস নেওয়ার ফলে মুখে দুর্গন্ধের সমস্যা আরও বেড়ে যায়।
ড্রাই মাউথেক কারণে মুখে দুর্গন্ধ
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ড্রাই মাউথেক কারণে মুখে দুর্গন্ধ হতে পারে। দীর্ঘ সময় খাবার না খাওয়ার ফলে আমাদের শরীর শুকিয়ে যায়। এরফলে মুখ থেকে স্যালাইভা উৎপন্ন না হওয়ায় মুখে পচা দুর্গন্ধের সৃষ্টি হয়।
সাইনাসের সমস্যা
সাইনাসের ব্যথা থাকলেও মুখে দুর্গন্ধ বাসা বাধতে পারে। কারণ, সাইনাসের ফলে মিইকাস নামের একধরনের সংক্রমণ তৈরি হয়। যারফেল মুখে দুর্গন্ধের সৃষ্টি হয়।
ভিটামিন D-এর ঘাটতি
শরীরে ভিটামিন D-এর ঘাটতি থাকলেও নাকে-মুখে দুর্গন্ধ তৈরি হতে পারে। কারণ, ভিটামিন ডি থেকে দাঁত ও আমাদের শরীরে ক্যালশিয়াম তারি হয়। এই ভিটামিনের ঘাটতি যদি শরীরে দেখা দেয় তাহলেও মুখ থেকে খারাপ গন্ধ বের হতে পারে।।
অ্যাসিডিটি
অনিয়ন্ত্রিত খাদ্যাভাস বা বদহজম, অ্যাসিডিটির মতোন সমস্যা থাকলেও দাঁত এবং মুখের ভিতর থেকে বাজে দুর্গন্ধ ছড়াতে পারে।
টনসিল
টনসিল হল যে কোনও বয়সির মানুষের কাছে মারাত্মক একটি সমস্যা। এই টনসিলের কারণেও মুখ দুর্গন্ধযুক্ত হতে পারে।
ভিটামিন C-এর ঘাটতি
শুধু ভিটামিন ডি একা নয়। ভিটামিন C-এর ঘাটতি থাকলেও মুখ থেকে খারাপ গন্ধ বের হতে পারে। এই দশটি উপসর্গের মধ্যে আপনার যদি কোনও একটি সমস্যা থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।