Cancer Treatment News: ক্যান্সার হল এমনই এক মারণ রোগ যা শরীরে বাসা বাঁধলে জীবন একেবারে শেষ। কিন্তু কীভাবে বুঝবেন আপনার শরীরে ক্যান্সারের কোষ রয়েছে?
Cancer Treatment: দেশের চিকিৎসা বিজ্ঞানে নতুন মাইলফলক। একদল ভারতীয় চিকিৎসক, অনকোলজিস্ট ও রোবটিক সার্জন রাজ নগরকর ও তাঁর টিমের দাবি, এমন এক রক্ত পরীক্ষার পদ্ধতি আবিষ্কার করা গেছে যা একবার মাত্র রক্ত পরীক্ষা করেই ৩০ ধরনের ক্যানসার শনাক্ত করতে সক্ষম। এই একটি পরীক্ষাতেই শনাক্ত হওয়া এতরকম ক্যানসারের প্রথম ধাপ থেকে তৃতীয় ধাপ পর্যন্ত নিরাময় করা সম্ভব এই পদ্ধতিতে। তাই যত তাড়াতাড়ি রোগ ধরা পড়বে, রোগীর বাঁচার সম্ভাবনা ততই বেশি হবে। সাথে পরীক্ষা নিরীক্ষা করার পরিমাণ কম হওয়ায় খরচও কম পড়বে এবং সহজলোভ্য হবে।
স্তন, কোলন, প্রস্টেট, অগ্ন্যাশয়, ফুসফুস ও জরায়ুমুখের ক্যানসার, এদের প্রত্যেকের জন্যে আলাদা আলাদা রকম স্ক্রিনিং টেস্ট আছে। স্তন ক্যানসারের জন্য ম্যামোগ্রাফি, কোলন ক্যানসারের জন্য কোলনোস্কোপি, কম্বিনেশন স্টুল ব্লাড টেস্ট এবং প্রস্টেট ক্যানসারের জন্য রক্ত পরীক্ষা (প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন) এবং ফুসফুসের ক্যানসার শনাক্তকরণে ফুসফুস সিটি স্ক্যানের মতো পদ্ধতিগুলি করা হয়। এবার ভেবে দেখুন, এতো সব কিছু একটি মাত্র রক্ত পরীক্ষার ফলে শনাক্তকরণ করা গেলে গবেষণার সাফল্য কোথায় পৌঁছবে।
কীভাবে এই নতুন পদ্ধতি কাজ করবে?
'ক্যানসার রিপোর্ট’ নামের একটি মেডিক্যাল জার্নালে এই গবেষণার খবর প্রকাশিত হয়েছে। নগরকর ও তার টিম জানিয়েছেন, ৬,৪৪৫ জনের উপর পরীক্ষাটি করে ৯৮.৪ শতাংশ নির্ভুল ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ২৮০০ জনের ক্ষেত্রে ক্যানসার একেবারে শুরুতেই শনাক্ত করা গেছে এবং ক্যান্সারের ধরণ ও তীব্রতার ওপর ভিত্তি করে ইতিমধ্যে চিকিৎসা শুরু হয়ে গিয়েছে।
‘মাল্টি-ক্যান্সার আর্লি ডিটেকশন’ (MCED) - এমনটাই নাম দিয়েছেন চিকিৎসক নগরকর ও তার টিম। গবেষকরা রোগীর লক্ষণ বা সম্ভবনার ভিত্তিতে রক্তের নমুনা নিয়ে তা হাই-রেজ়োলিউশন মাস স্পেকট্রোমেট্রিতে পরীক্ষা করতে দিয়েছিলেন। প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে ‘ক্যান্সার ডিটেকশন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ (CDAI)। আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স নির্ভুল ভাবে ক্যান্সার চিহ্নিত করার অ্যালগরিদ্ম তৈরী করে, যা রক্তে কী কী ধরনের মেটাবোলাইট বা রাসায়নিক কণা ছড়িয়ে রয়েছে, তা দেখেই ক্যান্সার চিহ্নিত করে। একবার রক্ত পরীক্ষাতেই ৩০ রকম ক্যানসার শনাক্ত করা সম্ভব। এমনটাই দাবি করেছেন নাসিকের একদল গবেষকের।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


