Lung Surgery: বাংলায় প্রথমবার নীলরতন সরকার মেডিক‌্যাল কলেজ হাসপাতালে সম্পন্ন হল 'হোল লাং ল‌্যাভেজ' প্রক্রিয়া। সরকারি হাসপাতালে বিনামূল্যে ফুসফুসের শুশ্রূষার অত‌্যাধুনিক এই প্রক্রিয়া প্রমাণ করল দেশের মধ্যে চিকিৎসা ব‌্যবস্থায় এগিয়ে বাংলা।

Lung Surgery: রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে ফের এক নতুন দিগন্ত উন্মোচন করল এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। ফুসফুস চিকিৎসায় নজির সৃষ্টি করে রাজ্যের সরকারি মেডিক্যাল গুলিতে এই প্রথমবার সফলভাবে সম্পন্ন হলো ‘হোল লাং ল্যাভেজ’ (Whole Lung Lavage)।

শ্বাস নেওয়ার সময় অক্সিজেন এখানে পৌঁছয়

বিরল পালমোনারি অ্যালভিওলার প্রোটিনোসিসে (Pulmonary Alveolar Proteinosis – PAP) আক্রান্ত ৩৩ বছর বয়সি এক রোগীর উপর এই জটিল প্রক্রিয়াটি প্রয়োগ করা হয়।

পালমোনারি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ জয়দীপ দেব জানিয়েছেন, ওই ব‌্যক্তির ফুসফুসের প্রকোষ্ঠ বা অ‌্যালভিওলাইয়ে জমা হয়েছিল কিছু পদার্থ। বিপত্তি সেখানেই। অ‌্যালভিওলাই ফুসফুসের ক্ষুদ্র বায়ুথলি। শ্বাস নেওয়ার সময় অক্সিজেন এখানে পৌঁছয়। অ‌্যালভিওলাইয়ের পাতলা প্রাচীর দিয়ে অক্সিজেন রক্তের ক‌্যাপিলারিতে প্রবেশ করে। অ‌্যালভিওলাই কাজ না করায় শুরু হয় বিপত্তি। ওই ব‌্যক্তির ব্রঙ্কোস্কপি করা হয়। করা হয় বায়োপসি। দেখা যায় বিরলতম অসুখ পালমোনারি অ‌্যালভিওলার প্রোটিনোসিসে আক্রান্ত তিনি।

চিকিৎসক সূত্রে খবর, এই রোগে ফুসফুসের বায়ুথলিতে (অ্যালভিওলাই) প্রোটিনজাত পদার্থ জমতে শুরু করে, যা রোগীর মারাত্মক শ্বাসকষ্টের কারণ হয়। রোগের এই বিরল প্রকৃতির কারণে রোগীর জীবন বাঁচাতে জরুরি ভিত্তিতে প্রয়োজন ছিল ফুসফুস পরিষ্কার করা।

রোগীর ডান ফুসফুসটিকে ধুয়ে ফেলা হয়

এনআরএস হাসপাতালের চিকিৎসকরা জানান, রোগীকে সম্পূর্ণ স্থিতিশীল রেখে তার ডান ফুসফুস থেকে প্রোটিনজাত পদার্থ বের করে আনা হয়। এই প্রক্রিয়ার জন্য প্রায় ১৫ লিটার উষ্ণ স্যালাইন ব্যবহার করে অত্যন্ত দক্ষতার সঙ্গে রোগীর ডান ফুসফুসটিকে ধুয়ে ফেলা হয়।

অস্ত্রোপচারের পর রোগী বর্তমানে স্থিতিশীল এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। সরকারি হাসপাতালে এমন জটিল এবং বিরল রোগের সফল চিকিৎসা রাজ্যের চিকিৎসা বিজ্ঞানকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিল, যা সাধারণ মানুষের কাছে আশার আলো।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।